সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো।

ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। Name any two connecting hubs of major inland waterways of India. মানুষ ও স্থানান্তরযোগ্য বিভিন্ন দ্রব্য সামগ্রীকে যখন যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়া হয় তখন তাকে বলে পরিবহন ।  ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে প্রধানত ৫ ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায়। যথা— স্থলপথ, জলপথ, আকাশপথ, পাইপলাইন ও রজ্জুপথ।  ভারতের জলপথ প্রধানত দুটি ভাগে বিভক্ত— অভ্যন্তরীণ পথ ও সমুদ্র পথ। ভারতের অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম হল এলাহাবাদ ও হলদিয়া (১৬২০ কিঃমিঃ) -----------xx----------- 📘 এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : পরিবহন কাকে বলে? ভারতে কয় ধরনের পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? 

অনুসারী শিল্প কাকে বলে?

অনুসারী শিল্প কাকে বলে? কোন একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাদের ‘অনুসারী শিল্প’ বা ‘ সহযোগী শিল্প ’ বা ‘ ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি ’ বলে। অনুসারী শিল্পগুলি কোন বৃহদায়তন মূল শিল্প উৎপাদিত শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠে।  মূল শিল্পটিকে কেন্দ্রীয় শিল্প ও তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলি হল অনুসারী শিল্প। উদাহরণ : হলদিয়ার তৈল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানাবিধ অনুসারী শিল্প। যেমন, সার কারখানা (হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন), ফসফেট কারখানা, স্ব ওয়ালেস কোম্পানির উদ্যোগে কীটনাশক ওষুধের কারখানা, ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেডের অধীনে ব্যাটারি কারখানা, হিন্দুস্তান লিভারের অধীনে সাবান কারখানা, সালফিউরিক অ্যাসিড ও সোডা অ্যাশ উৎপাদনের কারখানা, সিমেন্ট তৈরীর কারখানা ইত্যাদি।

দুন বলতে কী বোঝো?

‘দুন’ বলতে কী বোঝো? What do you mean by 'dun'? ‘দুন’ কথার অর্থ হল ‘ দুই পর্বতের মাঝে নিচু জমি ’। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ অনুদৈর্ঘ্য উপত্যকা ‘দুন’ নামে পরিচিত। উৎপত্তি : মূল হিমালয়ের সৃষ্টির অনেক পরে যেহেতু সেবালিক পর্বতের উত্থান তাই মূল হিমালয়ের অর্ধাংশ থেকে আগত নদীগুলি শিবালিক পর্বতে বাধা প্রাপ্ত হয়ে অসংখ্য রোদের সৃষ্টি করে। পরবর্তীকালে ওই হ্রদ গুলি নূরী কাঁকড় বালি পলি ইত্যাদি দ্বারা ভরাট হয়ে দুন উপত্যকার সৃষ্টি হয়েছে। দুনের বৈশিষ্ট্য : দুন উপত্যকার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন,  দুন হলো অনুদৈর্ঘ্য ও ভূগাঠনিক উপত্যকা।  এগুলি দীর্ঘ, অল্প বিস্তর ও প্রায় সমতল।  দুন উপত্যকায় অনেক ছোট ছোট হিমবাহ শ্রেষ্ঠ হ্রদ দেখা যায়, যাদের স্থানীয় নাম ‘তাল’ । দুজনের উদাহরণ : উত্তরাখণ্ডের দেরাদুন হল হিমালয়ের সবচেয়ে বড় দুন উপত্যকা। -----------xx----------- 📘 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : ‘দুন’ শব্দের অর্থ কী? দুনের উৎপত্তি হয় কীভাবে? দুন কী? দুনের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি উদাহরণ দাও।  ‘দুন’ কাকে বলে? কোথায় কীভাবে ভাবে দুন সৃষ্টি হয়ে...

ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।

ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। স্বাভাবিক উদ্ভিদ : মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। [ উল্লেখ্য, তাপমাত্রা, বৃষ্টিপাতের স্থানিক ও ঋতুগত বৈচিত্র্য, মৃত্তিকা ইত্যাদি বিষয়ের উপর কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন নির্ভর করে। ] ভারতের স্বাভাবিক উদ্ভিদ : ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচ ভাগে বিভক্ত করা যায়। যথা— ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদ।  ক্রান্তীয় মরু উদ্ভিদ : এদের মধ্যে ‘ ক্রান্তীয় মরু উদ্ভিদ ’ ভারতের রাজস্থানের মধ্য ও পশ্চিম ভাগে এবং গুজরাটের কচ্ছ অঞ্চলে দেখা যায়। বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেন্টিমিটারের কম বলে এই অঞ্চল উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়। এই উষ্ণ ও শুষ্ক পরিবেশে জন্মানো কাঁটাযুক্ত উদ্ভিদকে ‘মরু উদ্ভিদ’ বলে। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য : ক্রান্তীয় মরু উদ্ভিদের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় : এই ধরনের উদ্ভিদকে মাটির গভীর থেকে জল সংগ্রহের কারণে গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তারিত হয়।  এদের বেশিরভাগ গাছের পাতা কাঁটায় পরিণত হয়। এই ক...

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য : যেকোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোন কাজে লাগে না সেগুলি হল বর্জ্য পদার্থ। প্রধানত সাতটি উৎস থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। যেমন, গৃহস্থালি বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, জৈব বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি। পৌরসভার বর্জ্য : শহরের গৃহস্থালী, হাসপাতাল, কলকারখানা প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য, যেগুলি গার্বেজ হিসেবে বেশি পরিচিত, তাদের ‘ পুরসভার বর্জ’ বলে।  পুরসভা বা পৌরসভার বর্জ্য গুলি হল : জীববিশ্লেষ্য বর্জ্য : খাদ্য রান্নাঘরের বর্জ্য বাগানের গাছপালার কাটা অংশ।  পুনঃচক্রী বর্জ্য : কাগজ, কাঁচ, বোতল, ক্যান, ছেঁড়া কাপড় নিষ্ক্রিয় বর্জ্য : বাড়িঘর ভাঙা পদার্থ, পাথর ইত্যাদি বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য : টিভি, কম্পিউটার ইত্যাদি মিশ্র বর্জ্য : বর্জ্য কাপড়, প্লাস্টিকের খেলনা ইত্যাদি  বিষাক্ত বর্জ্য : রং, সার চিকিৎসা সংক্রান্ত : হাসপাতালের সিরিঞ্জ, ওষুধের ফেলে দেওয়া প্যাকেট ইত্যাদি -----------xx----------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : বর্জ্য পদার্থ কী? প...

বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?

বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বর্জ্য কী? সাধারণত পরিত্যক্ত বা ফেলে দেওয়া কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ যা আপাতভাবে কোন প্রয়োজনে লাগে না তাকে বর্জ বলে। বর্জ্য ব্যবস্থাপনা কী : বর্জ্য পদার্থগুলিকে শুধুমাত্র অপসারণ বা স্থানান্তকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজনমতো এগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়। এটাই হলো ‘ বর্জ্য ব্যবস্থাপনা’ । উল্লেখ্য, এই বর্জ্য ব্যবস্থাপনা তিন পদ্ধতিতে করা হয়।  বর্জ্য পৃথকীকরণ  ভরাটকরণ বা ল্যান্ডফিল   কম্পোস্টিং  এছাড়া নিকাশি পদ্ধতির মাধ্যমে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং স্ক্রাবারের মাধ্যমে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।  -----------xx----------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : বর্জ্য ব্যবস্থাপনা কী? কোন্ কোন্ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা হয়?  বর্জ্য কী? কীভাবে বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়? বর্জ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাকে কী বলা হয়? সংক্ষেপে লেখো। বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : বর্...

বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?

বর্জ্য ব্যবস্থাপনায় ‘ভরাটকরণ’ কাকে বলে? ভরাটকরণ বা ল্যান্ডফিল : বর্জ্য ব্যবস্থাপনায় কঠিন বর্জ্য পদার্থসমূহকে কোন নিচু উন্মুক্ত জায়গায় জমা করা বা মাটি খুঁড়ে চাপা দেওয়ার স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকে ‘ ভরাটকরণ ’ বা ‘ ল্যান্ডফিল ’ বলা হয়। ভরাটকরণ প্রক্রিয়ার বিশেষত্ব : এই পদ্ধতিতে  একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ আলাদা করে একটি ২ মিটার উঁচু স্তর বিছিয়ে দেয়া হয়। তার উপরে ২০-২৫ সেন্টিমিটার মাটির স্তর ছড়িয়ে দেয়া হয়। মাটির নিচে থাকা এই বর্জ্যগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন হয় এবং তার ফলে এগুলির ভৌত রাসায়নিক ও জৈব ধর্মের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়া চলার সময় এর থেকে মিথেন অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর যা অবশিষ্ট হিসাবে পড়ে থাকে সেগুলি দিয়ে নিচু জমি ভরাট করা হয়।  ভরাটকরণ প্রক্রিয়ার উদাহরণ : পূর্ব কলকাতার ধাপায় এই পদ্ধতিতে নিচু জমি ভরাট করে উর্বর কৃষিজমি তৈরি করা হয়েছে। ভরাটকরণ প্রক্রিয়ার সুবিধা : এই প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ মাটি দিয়ে ঢাকা থাকে বলে দূষণে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে না।  ভরাটকরণ প্রক্রিয়ার অসুবিধা...

পেরিগি জোয়ার বলতে কী বোঝো?

পেরিগি (পেরিজি) জোয়ার বলতে কী বোঝো? ‘পেরিজি’ শব্দটি গ্রীক শব্দ পেরি (Peri) ও জিয়া(Ge)-র মিলিত রূপ। শব্দের অর্থ এরাউন্ড (Around) এবং জিয়া শব্দের অর্থ হলো পৃথিবী। এদের মিলিত শব্দ পেরিজের অর্থ হল পৃথিবীর কাছাকাছি।  পেরিগি জোয়ার : প্রধানত চন্দ্রের আকর্ষণী শক্তির প্রভাবে এবং অপেক্ষাকৃত কম মাত্রায় সূর্যের আকর্ষণী শক্তির প্রভাবেও নিয়মিতভাবে দিনে দু’বার করে পর্যায়ক্রমে সমুদ্র জলের স্ফীতি ও অবনমন ঘটে। সমুদ্রের এই জলস্ফীতিকে ‘ জোয়ার’ বলে। এখন নিজ কক্ষপথে চাঁদের পৃথিবীকে পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব (৩,৭৫,০০০) যখন সবচেয়ে কম হয় অর্থাৎ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকছি আসে, তখন সেই অবস্থানকে বলে পেরিগি (Perigee) / পেরিজি । এই অবস্থায় পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব অত্যন্ত বেড়ে যায়। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। আর এই জোয়ারকেই ‘ পেরিগি জোয়ার’ বলে।  পিরিগি জোয়ারের বৈশিষ্ট্য : এই সময় জোয়ারের প্রাবাল্য সাধারণ জোয়ারের থেকেও কুড়ি শতাংশ বেশি হয়।  একই সময়ে ভরা কোটাল ও পেরিজি জোয়ার সৃষ্টি হলে জোয়ারের জলতল সর্বোচ্চ হয়।  -----------xx----------- এ...

আপেক্ষিক আদ্রতা কী

আপেক্ষিক আদ্রতা কী? আপেক্ষিক আদ্রতা কী বায়ুমন্ডলে যে অদৃশ্য জলীয়বাষ্প বর্তমান থাকে তাকে ‘বায়ুর আদ্রতা’ বলে। বাতাসে আর্দ্রতা হিসাবের ব্যাপারে নিম্নলিখিত দুটির ধারণা গুরুত্বপূর্ণ।  আপেক্ষিক আদ্রতা এবং  চরম আদ্রতা। আপেক্ষিক আদ্রতা : কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রা কে ‘আপেক্ষিক আদ্রতা’ বলে। ধরা যাক, বায়ুমণ্ডলের উষ্ণতা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এক ঘন সেন্টিমিটার বায়ুতে প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণ ১৫ এবং ওই পরিমাণের বায়ুকে সম্পৃক্ত করতে 22.9 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হল ১৫/২২.৯=০.৬৫, এবং শতকরা হিসাবে আপেক্ষিক আদ্রতা ৬৫ শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার বৈশিষ্ট্য : আপেক্ষিক আদ্রতার বৈশিষ্ট্য হল : আপেক্ষিক আদ্রতা হল একটি অনুপাত  সাধারণত এই অনুবাদকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।  বায়ুর উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। -----------xx----------- এই প্রশ...

লোয়েসের সংজ্ঞা দাও

লোয়েসের সংজ্ঞা দাও লোয়েসের সংজ্ঞা দাও লোয়েস কী? ‘লোয়েস’ (Loess) শব্দটি জার্মান শব্দ ‘Loss’ থেকে এসেছে, যার অর্থ সূক্ষ্ম পলি। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিকটোফেন সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন। অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মৃত্তিকা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচুস্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে ‘ লোয়েস সমভূমি ’ বলে।  লোয়েসের বৈশিষ্ট্য : লোয়েসের এক ধরনের সমভূমি যার মাটির রং হলদে  এই মাটি অতি সূক্ষ্ম, নরম, প্রবেশ্য ও চুনময় এই মাটি খুব উর্বর  এই মাটি, পলি দ্বারা গঠিত যার মধ্যে কোন বিশিষ্ট কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট এবং অন্যান্য খনিজের কণা একত্রে সংঘবদ্ধ অবস্থায় থাকে।  লোয়েসের মধ্যবর্তী অসংখ্য ছিদ্রপথ থাকায় এর মধ্য দিয়ে জল সহজেই অভ্যন্তরে প্রবেশ করে।  লোয়েসের উদাহরণ : চিনের হোয়াংহ নদী অববাহিকায় মধ্যএশিয়ার গোবি মরুভূমির বালি জমে এরকম একটি লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। -----------xx-------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : লোয়েস কী? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। লোয়েস কাকে বলে?  লোয়েস কীভাবে সৃষ্টি হয়?  লোয়েস কী...

প্রপাতকূপ কাকে বলে?

প্রপাতকূপ কাকে বলে? প্রপাতকূপ কাকে বলে? নদী তার গতিপথের বিভিন্ন অংশে ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি করে থাকে। ক্ষয় ও সঞ্চয় ইত্যাদি কার্যের সঙ্গে নদী যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেখানকার শিলার প্রকৃতি, ওই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে উপত্যকার বিভিন্ন অংশে ভূমিরূপের গঠনের মধ্যে বৈসাদৃশ্য ও বৈচিত্র্য দেখা যায়। প্রপাতকূপ কী : নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে অর্থাৎ এর জলধারা সরাসরি উপর থেকে নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে। কোনো জলপ্রপাতের পাদদেশে জল এবং জলের সঙ্গে পতিত প্রস্তরখন্ডের আঘাতে এবং জলের ঘূর্ণনে অবঘর্ষ প্রক্রিয়া ও বুদবুদ ক্ষয়ের মাধ্যমে একপ্রকার গোলাকার গর্তের সৃষ্টি হয়। এই গর্তকে ‘ প্রপাতকূপ ’ বলে। প্রপাতকূপের বৈশিষ্ট্য : জলপ্রপাতের পাদদেশে দেখা যায়। অবঘর্ষ ও বুদবুদ ক্ষয়ের ফলে সৃষ্ট। শুষ্ক ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস পেলে দেখা যায়।  প্রপাত কূপের আয়তন জলের উচ্চতা, জলরাশির পরিমাণ ও প্রস্তর খন্ডের আকার অনুযায়ী হয়। প্রপাতকূপের উদাহরণ : চেরাপুঞ্জির নিকট নোহকালিকাই জলপ্রপাতে প্রপাতকূপ দেখা যায়।  -----------...

মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর

মাধ্যমিক ভূগোল পরীক্ষা (২০২০)-র ১ মার্কসের উত্তর মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুলি মেলাও। বিভাগ : খ ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোন ৬টি) : [১×৬=৬] ২.১.১) ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ। উত্তর : ‘শু’ ২.১.২) মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। উত্তর : ‘অ’ ২.১.৩) এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। উত্তর : ‘অ’ ২.১.৪) সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। উত্তর : ‘শু’ ২.১.৫) পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। উত্তর : ‘শু’ ২.১.৬) শিবালিক পর্বতের পাদদেশে নুরি অলি ও বাণী গঠিত মৃত্তিকাকে বেট বলে। উত্তর : ‘অ’ ২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। উত্তর : ‘শু’ ২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬] ২.২.১) আবহবিকার ও হয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভ...

মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর

মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২০ মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর MCQ র উত্তর (সঠিক উত্তর নির্বাচন করো) ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে— ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া  গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া   ১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়— ক) ইয়ারদাং, খ) জিউগেন গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ   ১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত— ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়   গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয় ১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়— ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে   গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে  ১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে— ক) বায়ু প্রবাহের উপর , খ) পৃথিবীর পরিক্রমণ গতির উপর  গ) মগ্ন চড়ার উপর, ঘ) সবকটি প্রযোজ্য  ১.৬...

কিউসেক ও কিউমেক কী?

 কিউসেক ও কিউমেক কী? ‘কিউসেক’ কথাটির অর্থ হল ‘ কিউবিক ফিট প্রতি সেকেন্ড ’ ও ‘ কিউমেক ’ কথার অর্থ হল ‘ কিউবিক মিটার প্রতি সেকেন্ড ’। এটি আসলে নদীর জলপ্রবাহ পরিমাপের দুটি একক। এদুটিকে কোন নদীর জলপ্রবাহের পরিমাণ মাপতে ব্যবহার করা হয়। কিউসেক : কোন একটি নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, সেই পরিমাণকে কিউসেক বলা হয়। কিউমেক : অন্যদিকে কোন একটি নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয়, সেই পরিমাণকে কিউমেক বলা হয়। -----------xx----------- এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে : ‘কিউসেক’ কথাটির অর্থ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়? ‘কিউমেক’ কথার অর্থ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?  কোন নদীর জল প্রবাহের পরিমাণ পরিমাপ করা হয় কোন এককে? একক দুটির সংজ্ঞা দাও। কিউসেক ও কিউমেক বলতে কী বোঝো? এদের কাজ কী? কিউসেক কাকে বলে? কিউমেক কাকে বলে? এই দুইয়ের মধ্যে পার্থক্য কী? নদীর কাজ ও ভূমিরূপ সংক্রান্ত আরও কিছু প্রশ্ন :

ক্যানিয়ান কাকে বলে?

 ‘ক্যানিয়ান’ কাকে বলে? ‘ক্যানিয়ান’ শব্দের অর্থ হল ‘পাইপ’ বা ‘নল’। যদি কোন নদী বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে বৃষ্টিপাতের অভাবে নদী উপত্যকার দুপাশে ভূমিক্ষয় কম হয়। কারণ, নদীর দুপাশ থেকে কোন উপনদী এসে এই নদীতে পড়ে না। ফলে নদীর দুই পাড়ের ক্ষয় কম হয়। অন্যদিকে, নরম শিলাস্তরের জন্য এই নদীর নিম্নক্ষয় বেশি হতে থাকে। ফলে, এই নদী উপত্যকা ইংরেজি আই(I) অক্ষরের মত (কিম্বা পাইক বা নলের মত) গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি হয়। এই গিরিখাত ‘ ক্যানিয়ান’ নামে পরিচিত। পৃথিবী বিখ্যাত একটি ক্যানিয়ানের নাম হল ‘ গ্র্যান্ড ক্যানিয়ন’ । এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। -----------xx----------- এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে : ক্যানিয়ান কী? এই ভূমিরূপটি নদীর কোন প্রবাহে লক্ষ্য করা যায়?  ‘ক্যানিয়ান’ কোথায় কীভাবে সৃষ্টি হয়? ‘ক্যানিয়ান’ শব্দের অর্থ কী? এই ভূমিরূপটি কীভাবে সৃষ্টি হয়? ‘কানিয়ান’ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। নদীর কোন্ গতিপ্রবাহে ‘ক্যানিয়ন’সৃষ্টি হয়? এই গতি প্রবাহে কেন এই ধরনের ভূমিরূপ তৈরি হয়?

নদীবাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?

নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? What do you mean by river bend or meander? ‘ মিয়েন্ডার ’ শব্দটি ‘ Meandros’ শব্দ থেকে এসেছে, যার অর্থ সর্পিলাকার নদী। সমভূমিতে অর্থাৎ নদীর মধ্য ও নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকে বলে নদীর গতিবেগ কমে যায়। ফলে নদী সামান্য বাধা পেলেই তা এড়িয়ে যাওয়ার জন্য এঁকেবেঁকে প্রবাহিত হয়। বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেই অংশ ক্ষয় হয়ে অবতল বা ‘খাড়া পাড়’ সৃষ্টি করে। আর এই খাড়া পাড়ের বিপরীত অংশে ক্ষয় প্রাপ্ত পদার্থগুলি জমা হতে থাকে। ফলে এই অংশে উত্তল বা ‘ ঢালু পাড় ’ তৈরি হয়। এইভাবে নদী খাতে ক্রমান্বয়ে ক্ষয় ও সঞ্চয়ের ফলে নদীপথে অসংখ্য বাঁক সৃষ্টি হয়। এই বাঁক সৃষ্টি হওয়ার ফলে নদী সাপের মত এঁকেবেঁকে চলছে বলে মনে হয়। নদীর এই বাঘগুলিকেই ‘নদীবাঁক’ বা ‘মিয়েন্ডার’ বলা হয়।  উল্লেখ্য, তুরস্কের মিয়েন্ডারেস নদীর এইরূপ চরিত্র দেখা যায়। আর এই নদীর নাম অনুসারীরেই ‘নদীবাঁক’কে ‘ মিয়েন্ডার’ বলে অভিহিত করা হয়েছে। -----------xx----------- এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : ‘ নদীবাঁক ’ কী? কীভাবে এই নদীবাঁক তৈরি হয়?  ‘নদীবাঁক’ কাকে বলে...

নদী উপত্যকা কাকে বলে?

‘নদী উপত্যকা’ কাকে বলে? দুটি উচ্চভূমির মধ্যবর্তী নিম্নভূমিকে বলা হয় উপত্যকা । এবং এই দীর্ঘ অথচ সংকীর্ণ নিম্নভূমি বা উপত্যকার মধ্য দিয়ে যখন কোন নদী প্রবাহিত হয়, তখন ওই নদীর দু’পারে বিস্তৃত নিম্নভূমি বা উপত্যকাকে ‘ নদী উপত্যকা’ বলা হয়। যেমন, গঙ্গা নদীর উপত্যকা।  এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে : নদী উপত্যকা কী? উদাহরণ দাও।  নদী উপত্যকা বলতে কী বোঝানো হয়? নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উপত্যকা কাকে বলে? উপত্যকার সঙ্গে নদী উপত্যকার পার্থক্য কী? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে? কিউসেক ও কিউমেক কী? নদীবাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো ? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে? প্রপাতকূপ কী? — ২০২০, নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন? নিক পয়েন্ট কী? খরস্রোত কী? অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী? নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয়...

নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?

‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝ? মাধ্যমিক — ২০২৩, নদী অববাহিকা : কোন প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদীগুলি যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় ওই প্রধান  নদীর অববাহিকা । যেমন, গঙ্গা নদীর উপনদী যমুনা এবং শাখা নদী ভাগীরথী সহ সমগ্র অঞ্চলটিকে ‘গঙ্গা নদীর অববাহিকা’ বলা হয়। জলবিভাজিকা : ‘জলবিভাজিকা’  ( Watershed Or, Water-Parting)  বলতে আসলে একটি বিশেষ উচ্চভূমিকে বোঝানো হয়। যখন কাছাকাছি অবস্থিত দুই বা ততোধিক নদীকে বা নদী ব্যবস্থাকে কোন উচ্চভূমি পরস্পর থেকে বিচ্ছিন্ন বা পৃথক করে দেয়, তখন এই উচ্চভূমিকে ওই নির্দিষ্ট নদীগুলির ‘ জল বিভাজিকা’ বলা হয়।  সাধারণত, নদী অববাহিকায় অবস্থিত কোন পাহাড়, পর্বত কিংবা মালভূমি জলবিভাজিকার কাজ করে।  -----------xx----------- এই প্রশ্নটি আর যেভাবে ঘুরিয়ে আসতে পারে : ‘নদী অববাহিকা’ কী? উদাহরণ দাও।  ‘জল বিভাজিকা’ কী? ‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ মধ্যে পার্থক্য কী? কোন্ কোন্ প্রধান নদী নিয়ে গঙ্গা নদীর অববাহিকা গড়ে উঠেছে? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলত...

আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও

‘আদর্শ নদী’ কাকে বলে? উদাহরণ দাও। নদীর গতিপথকে  তিন ভাগে ভাগ করা হয়। উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। যে নদীর প্রবাহ পথে উচ্চ, মধ্য ও নিম্ন— এই তিন ধরনের গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে ‘ আদর্শ নদী’ বলে। এছাড়া আদর্শ নদীর আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন, আদর্শ নদীর মধ্য ও নিম্ন অংশ সুবিস্তৃত হয় অর্থাৎ চওড়া হয়। নদীর গতিপথ ঘনঘন পরিবর্তন হয় না , এবং  নদী অববাহিকায় বন্যার প্রকোপ অপেক্ষাকৃত কম  হয়। এই প্রশ্নটি অন্য যেভাবে (ঘুরিয়ে) আসতে পারে : আদর্শ নদী কী? উদাহরণ দাও। আদর্শ নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী ? আদর্শ নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি আদর্শ নদীকে কীভাবে চেনা যায়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদীবাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো ? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যগতি বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ ক...

নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।

নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও। নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও। নদী আসলে একটি প্রবাহিত প্রাকৃতিক জলধারা। কোন পাহাড়, পর্বত, মালভূমি নেমে আসা কিম্বা উচ্চভূমির হিমবাহ থেকে বেরিয়ে আসা অথবা বৃষ্টির ফলে সৃষ্ট কোন জলধারা যখন ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে এসে কোন সমুদ্র, হ্রদ অথবা জলাভূমিতে গিয়ে মিশে যায়, তখন এই প্রবাহিত জলধারাকে নদী বলে। নদীর উদাহরণ : ১) গঙ্গা, ২) ভাগীরথী, ৩) ব্রহ্মপুত্র, ৪) যমুনা, -------xx------- প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে : নদী কী? নদী কীভাবে সৃষ্টি হয়? নদীর উৎস কী? নদীর শেষ গন্তব্য কোথায়? অথবা,  নদী কোথায় গিয়ে মিশে যায়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদীবাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো ? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যগতি বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে? প্রপাতকূপ কী? নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...