Skip to main content

Posts

Showing posts from January, 2025

নদী উপত্যকা কাকে বলে?

‘নদী উপত্যকা’ কাকে বলে? দুটি উচ্চভূমির মধ্যবর্তী নিম্নভূমিকে বলা হয় উপত্যকা । এবং এই দীর্ঘ অথচ সংকীর্ণ নিম্নভূমি বা উপত্যকার মধ্য দিয়ে যখন কোন নদী প্রবাহিত হয়, তখন ওই নদীর দু’পারে বিস্তৃত নিম্নভূমি বা উপত্যকাকে ‘ নদী উপত্যকা’ বলা হয়। যেমন, গঙ্গা নদীর উপত্যকা।  এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে : নদী উপত্যকা কী? উদাহরণ দাও।  নদী উপত্যকা বলতে কী বোঝানো হয়? নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উপত্যকা কাকে বলে? উপত্যকার সঙ্গে নদী উপত্যকার পার্থক্য কী? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে? প্রপাতকূপ কী? — ২০২০, নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন? নিক পয়েন্ট কী? খরস্রোত কী? অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী? নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয়...

নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?

‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝ? মাধ্যমিক — ২০২৩, নদী অববাহিকা : কোন প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদীগুলি যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় ওই প্রধান  নদীর অববাহিকা । যেমন, গঙ্গা নদীর উপনদী যমুনা এবং শাখা নদী ভাগীরথী সহ সমগ্র অঞ্চলটিকে ‘গঙ্গা নদীর অববাহিকা’ বলা হয়। জলবিভাজিকা : ‘জলবিভাজিকা’  ( Watershed Or, Water-Parting)  বলতে আসলে একটি বিশেষ উচ্চভূমিকে বোঝানো হয়। যখন কাছাকাছি অবস্থিত দুই বা ততোধিক নদীকে বা নদী ব্যবস্থাকে কোন উচ্চভূমি পরস্পর থেকে বিচ্ছিন্ন বা পৃথক করে দেয়, তখন এই উচ্চভূমিকে ওই নির্দিষ্ট নদীগুলির ‘ জল বিভাজিকা’ বলা হয়।  সাধারণত, নদী অববাহিকায় অবস্থিত কোন পাহাড়, পর্বত কিংবা মালভূমি জলবিভাজিকার কাজ করে।  -----------xx----------- এই প্রশ্নটি আর যেভাবে ঘুরিয়ে আসতে পারে : ‘নদী অববাহিকা’ কী? উদাহরণ দাও।  ‘জল বিভাজিকা’ কী? ‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ মধ্যে পার্থক্য কী? কোন্ কোন্ প্রধান নদী নিয়ে গঙ্গা নদীর অববাহিকা গড়ে উঠেছে? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলত...

আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও

‘আদর্শ নদী’ কাকে বলে? উদাহরণ দাও। নদীর গতিপথকে  তিন ভাগে ভাগ করা হয়। উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। যে নদীর প্রবাহ পথে উচ্চ, মধ্য ও নিম্ন— এই তিন ধরনের গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে ‘ আদর্শ নদী’ বলে। এছাড়া আদর্শ নদীর আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন, আদর্শ নদীর মধ্য ও নিম্ন অংশ সুবিস্তৃত হয় অর্থাৎ চওড়া হয়। নদীর গতিপথ ঘনঘন পরিবর্তন হয় না , এবং  নদী অববাহিকায় বন্যার প্রকোপ অপেক্ষাকৃত কম  হয়। এই প্রশ্নটি অন্য যেভাবে (ঘুরিয়ে) আসতে পারে : আদর্শ নদী কী? উদাহরণ দাও। আদর্শ নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী ? আদর্শ নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি আদর্শ নদীকে কীভাবে চেনা যায়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ...

নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।

নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও। নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও। নদী আসলে একটি প্রবাহিত প্রাকৃতিক জলধারা। কোন পাহাড়, পর্বত, মালভূমি নেমে আসা কিম্বা উচ্চভূমির হিমবাহ থেকে বেরিয়ে আসা অথবা বৃষ্টির ফলে সৃষ্ট কোন জলধারা যখন ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে এসে কোন সমুদ্র, হ্রদ অথবা জলাভূমিতে গিয়ে মিশে যায়, তখন এই প্রবাহিত জলধারাকে নদী বলে। নদীর উদাহরণ : ১) গঙ্গা, ২) ভাগীরথী, ৩) ব্রহ্মপুত্র, ৪) যমুনা, -------xx------- প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে : নদী কী? নদী কীভাবে সৃষ্টি হয়? নদীর উৎস কী? নদীর শেষ গন্তব্য কোথায়? অথবা,  নদী কোথায় গিয়ে মিশে যায়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?  নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে? প্রপাতকূপ কী? নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় ক...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...