ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। Name any two connecting hubs of major inland waterways of India. মানুষ ও স্থানান্তরযোগ্য বিভিন্ন দ্রব্য সামগ্রীকে যখন যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়া হয় তখন তাকে বলে পরিবহন । ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে প্রধানত ৫ ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায়। যথা— স্থলপথ, জলপথ, আকাশপথ, পাইপলাইন ও রজ্জুপথ। ভারতের জলপথ প্রধানত দুটি ভাগে বিভক্ত— অভ্যন্তরীণ পথ ও সমুদ্র পথ। ভারতের অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম হল এলাহাবাদ ও হলদিয়া (১৬২০ কিঃমিঃ) -----------xx----------- 📘 এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : পরিবহন কাকে বলে? ভারতে কয় ধরনের পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়?
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল