কিউসেক ও কিউমেক কী?
‘কিউসেক’ কথাটির অর্থ হল ‘কিউবিক ফিট প্রতি সেকেন্ড’ ও ‘কিউমেক’ কথার অর্থ হল ‘কিউবিক মিটার প্রতি সেকেন্ড’। এটি আসলে নদীর জলপ্রবাহ পরিমাপের দুটি একক। এদুটিকে কোন নদীর জলপ্রবাহের পরিমাণ মাপতে ব্যবহার করা হয়।
কিউসেক :
কোন একটি নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, সেই পরিমাণকে কিউসেক বলা হয়।
কিউমেক :
অন্যদিকে কোন একটি নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয়, সেই পরিমাণকে কিউমেক বলা হয়।
-----------xx-----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- ‘কিউসেক’ কথাটির অর্থ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?
- ‘কিউমেক’ কথার অর্থ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?
- কোন নদীর জল প্রবাহের পরিমাণ পরিমাপ করা হয় কোন এককে? একক দুটির সংজ্ঞা দাও।
- কিউসেক ও কিউমেক বলতে কী বোঝো? এদের কাজ কী?
- কিউসেক কাকে বলে? কিউমেক কাকে বলে? এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন