‘দুন’ বলতে কী বোঝো?
What do you mean by 'dun'?
‘দুন’ কথার অর্থ হল ‘দুই পর্বতের মাঝে নিচু জমি’। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ অনুদৈর্ঘ্য উপত্যকা ‘দুন’ নামে পরিচিত।
উৎপত্তি :
মূল হিমালয়ের সৃষ্টির অনেক পরে যেহেতু সেবালিক পর্বতের উত্থান তাই মূল হিমালয়ের অর্ধাংশ থেকে আগত নদীগুলি শিবালিক পর্বতে বাধা প্রাপ্ত হয়ে অসংখ্য রোদের সৃষ্টি করে। পরবর্তীকালে ওই হ্রদ গুলি নূরী কাঁকড় বালি পলি ইত্যাদি দ্বারা ভরাট হয়ে দুন উপত্যকার সৃষ্টি হয়েছে।
দুনের বৈশিষ্ট্য :
দুন উপত্যকার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন,
- দুন হলো অনুদৈর্ঘ্য ও ভূগাঠনিক উপত্যকা।
- এগুলি দীর্ঘ, অল্প বিস্তর ও প্রায় সমতল।
- দুন উপত্যকায় অনেক ছোট ছোট হিমবাহ শ্রেষ্ঠ হ্রদ দেখা যায়, যাদের স্থানীয় নাম ‘তাল’।
দুজনের উদাহরণ :
উত্তরাখণ্ডের দেরাদুন হল হিমালয়ের সবচেয়ে বড় দুন উপত্যকা।
-----------xx-----------
📘 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ‘দুন’ শব্দের অর্থ কী? দুনের উৎপত্তি হয় কীভাবে?
- দুন কী? দুনের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি উদাহরণ দাও।
- ‘দুন’ কাকে বলে? কোথায় কীভাবে ভাবে দুন সৃষ্টি হয়েছে? উদাহরণ দাও।
- ‘দুন উপত্যকা’ কীভাবে সৃষ্টি হয়েছে? দুনের বৈশিষ্ট্য উল্লেখ করো।
📘 ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- দুন বলতে কী বোঝো?
- মরুস্থলি বলতে কী বোঝো? [২০২৩]
- মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? [২০১৯]
- ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো।[২০১৯]
- কর্ণাটক মালভূমির দুটি ভোগাকৃতিক অংশের নাম লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন