‘ক্যানিয়ান’ কাকে বলে?
‘ক্যানিয়ান’ শব্দের অর্থ হল ‘পাইপ’ বা ‘নল’।
যদি কোন নদী বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে বৃষ্টিপাতের অভাবে নদী উপত্যকার দুপাশে ভূমিক্ষয় কম হয়। কারণ, নদীর দুপাশ থেকে কোন উপনদী এসে এই নদীতে পড়ে না। ফলে নদীর দুই পাড়ের ক্ষয় কম হয়।
অন্যদিকে, নরম শিলাস্তরের জন্য এই নদীর নিম্নক্ষয় বেশি হতে থাকে। ফলে, এই নদী উপত্যকা ইংরেজি আই(I) অক্ষরের মত (কিম্বা পাইক বা নলের মত) গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি হয়। এই গিরিখাত ‘ক্যানিয়ান’ নামে পরিচিত।
পৃথিবী বিখ্যাত একটি ক্যানিয়ানের নাম হল ‘গ্র্যান্ড ক্যানিয়ন’। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত।
-----------xx-----------
এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে :
- ক্যানিয়ান কী? এই ভূমিরূপটি নদীর কোন প্রবাহে লক্ষ্য করা যায়?
- ‘ক্যানিয়ান’ কোথায় কীভাবে সৃষ্টি হয়?
- ‘ক্যানিয়ান’ শব্দের অর্থ কী? এই ভূমিরূপটি কীভাবে সৃষ্টি হয়?
- ‘কানিয়ান’ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
- নদীর কোন্ গতিপ্রবাহে ‘ক্যানিয়ন’সৃষ্টি হয়? এই গতি প্রবাহে কেন এই ধরনের ভূমিরূপ তৈরি হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন