‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝ?
মাধ্যমিক — ২০২৩,
নদী অববাহিকা :
কোন প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদীগুলি যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় ওই প্রধান নদীর অববাহিকা।
যেমন, গঙ্গা নদীর উপনদী যমুনা এবং শাখা নদী ভাগীরথী সহ সমগ্র অঞ্চলটিকে ‘গঙ্গা নদীর অববাহিকা’ বলা হয়।
জলবিভাজিকা :
‘জলবিভাজিকা’ (Watershed Or, Water-Parting) বলতে আসলে একটি বিশেষ উচ্চভূমিকে বোঝানো হয়। যখন কাছাকাছি অবস্থিত দুই বা ততোধিক নদীকে বা নদী ব্যবস্থাকে কোন উচ্চভূমি পরস্পর থেকে বিচ্ছিন্ন বা পৃথক করে দেয়, তখন এই উচ্চভূমিকে ওই নির্দিষ্ট নদীগুলির ‘জল বিভাজিকা’ বলা হয়।
সাধারণত, নদী অববাহিকায় অবস্থিত কোন পাহাড়, পর্বত কিংবা মালভূমি জলবিভাজিকার কাজ করে।
-----------xx-----------
এই প্রশ্নটি আর যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- ‘নদী অববাহিকা’ কী? উদাহরণ দাও।
- ‘জল বিভাজিকা’ কী?
- ‘নদী অববাহিকা’ ও ‘জলবিভাজিকা’ মধ্যে পার্থক্য কী?
- কোন্ কোন্ প্রধান নদী নিয়ে গঙ্গা নদীর অববাহিকা গড়ে উঠেছে?
নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।
- আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
- নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?
- নদী উপত্যকা কাকে বলে?
- কিউসেক ও কিউমেক কী?
- নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?
- ক্যানিয়ান কাকে বলে?
- নদীর উচ্চগতি বলতে কী বোঝো?
- নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?
- নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে?
- প্রপাতকূপ কী?
- নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন?
- নিক পয়েন্ট কী?
- খরস্রোত কী?
- অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী?
- নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয় অপেক্ষা, নিম্নক্ষয় বেশি হয় কেন?
- নদীর মধ্য গতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?
- ব্রহ্মপুত্র নদীর বুকে অসংখ্য দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে কেন?
- নগ্নীভবন কাকে বলে?
Comments
Post a Comment