ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোন অঞ্চলের প্রাকৃতিক ( যেমন ভূমিরূপ, নদ নদী) ও সাংস্কৃতিক ( যেমন, জনবসতি পরিবহন) উপাদান গুলিকে নির্দিষ্ট রং এবং প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা ও সূচক সংখ্যা সহ উপস্থাপিত করা হয় সেই মানচিত্রের নাম ভূবৈচিত্রসূচক মানচিত্র। ভূবৈচিত্রসূচক মানচিত্র বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন - বিভিন্ন প্রাকৃতিক বিষয়, যেমন -- ভূমিরূপ, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ( যেমন-- সড়ক পথ রেলপথ বসতি) সম্বন্ধে জানতে ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বা সামরিক প্রয়োজনে এই মানচিত্র বেশি ব্যবহৃত হয়। -------xx------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : ভূবৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? এর দুটো ব্যবহার লেখ। টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী?এই মানচিত্র কি কাজে ব্যবহার করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে কী বোঝো?এর গুরুত্ব লেখো। ভূবৈচিত্রসূচক মানচিত্র বিষয়ক আরো কিছু প্রশ্ন : মিলিয়ন শিট বলতে কী বোঝো? ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার ল...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল