পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য : যেকোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোন কাজে লাগে না সেগুলি হল বর্জ্য পদার্থ। প্রধানত সাতটি উৎস থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। যেমন, গৃহস্থালি বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, জৈব বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি। পৌরসভার বর্জ্য : শহরের গৃহস্থালী, হাসপাতাল, কলকারখানা প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য, যেগুলি গার্বেজ হিসেবে বেশি পরিচিত, তাদের ‘ পুরসভার বর্জ’ বলে। পুরসভা বা পৌরসভার বর্জ্য গুলি হল : জীববিশ্লেষ্য বর্জ্য : খাদ্য রান্নাঘরের বর্জ্য বাগানের গাছপালার কাটা অংশ। পুনঃচক্রী বর্জ্য : কাগজ, কাঁচ, বোতল, ক্যান, ছেঁড়া কাপড় নিষ্ক্রিয় বর্জ্য : বাড়িঘর ভাঙা পদার্থ, পাথর ইত্যাদি বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য : টিভি, কম্পিউটার ইত্যাদি মিশ্র বর্জ্য : বর্জ্য কাপড়, প্লাস্টিকের খেলনা ইত্যাদি বিষাক্ত বর্জ্য : রং, সার চিকিৎসা সংক্রান্ত : হাসপাতালের সিরিঞ্জ, ওষুধের ফেলে দেওয়া প্যাকেট ইত্যাদি -----------xx----------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : বর্জ্য পদার্থ কী? প...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল