সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চতুর্থ অধ্যায় প্রশ্নের মান - ২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য : যেকোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোন কাজে লাগে না সেগুলি হল বর্জ্য পদার্থ। প্রধানত সাতটি উৎস থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। যেমন, গৃহস্থালি বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, জৈব বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি। পৌরসভার বর্জ্য : শহরের গৃহস্থালী, হাসপাতাল, কলকারখানা প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য, যেগুলি গার্বেজ হিসেবে বেশি পরিচিত, তাদের ‘ পুরসভার বর্জ’ বলে।  পুরসভা বা পৌরসভার বর্জ্য গুলি হল : জীববিশ্লেষ্য বর্জ্য : খাদ্য রান্নাঘরের বর্জ্য বাগানের গাছপালার কাটা অংশ।  পুনঃচক্রী বর্জ্য : কাগজ, কাঁচ, বোতল, ক্যান, ছেঁড়া কাপড় নিষ্ক্রিয় বর্জ্য : বাড়িঘর ভাঙা পদার্থ, পাথর ইত্যাদি বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য : টিভি, কম্পিউটার ইত্যাদি মিশ্র বর্জ্য : বর্জ্য কাপড়, প্লাস্টিকের খেলনা ইত্যাদি  বিষাক্ত বর্জ্য : রং, সার চিকিৎসা সংক্রান্ত : হাসপাতালের সিরিঞ্জ, ওষুধের ফেলে দেওয়া প্যাকেট ইত্যাদি -----------xx----------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : বর্জ্য পদার্থ কী? প...

বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?

বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বর্জ্য কী? সাধারণত পরিত্যক্ত বা ফেলে দেওয়া কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ যা আপাতভাবে কোন প্রয়োজনে লাগে না তাকে বর্জ বলে। বর্জ্য ব্যবস্থাপনা কী : বর্জ্য পদার্থগুলিকে শুধুমাত্র অপসারণ বা স্থানান্তকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজনমতো এগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়। এটাই হলো ‘ বর্জ্য ব্যবস্থাপনা’ । উল্লেখ্য, এই বর্জ্য ব্যবস্থাপনা তিন পদ্ধতিতে করা হয়।  বর্জ্য পৃথকীকরণ  ভরাটকরণ বা ল্যান্ডফিল   কম্পোস্টিং  এছাড়া নিকাশি পদ্ধতির মাধ্যমে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং স্ক্রাবারের মাধ্যমে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।  -----------xx----------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : বর্জ্য ব্যবস্থাপনা কী? কোন্ কোন্ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা হয়?  বর্জ্য কী? কীভাবে বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়? বর্জ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাকে কী বলা হয়? সংক্ষেপে লেখো। বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : বর্...

বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?

বর্জ্য ব্যবস্থাপনায় ‘ভরাটকরণ’ কাকে বলে? ভরাটকরণ বা ল্যান্ডফিল : বর্জ্য ব্যবস্থাপনায় কঠিন বর্জ্য পদার্থসমূহকে কোন নিচু উন্মুক্ত জায়গায় জমা করা বা মাটি খুঁড়ে চাপা দেওয়ার স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকে ‘ ভরাটকরণ ’ বা ‘ ল্যান্ডফিল ’ বলা হয়। ভরাটকরণ প্রক্রিয়ার বিশেষত্ব : এই পদ্ধতিতে  একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ আলাদা করে একটি ২ মিটার উঁচু স্তর বিছিয়ে দেয়া হয়। তার উপরে ২০-২৫ সেন্টিমিটার মাটির স্তর ছড়িয়ে দেয়া হয়। মাটির নিচে থাকা এই বর্জ্যগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন হয় এবং তার ফলে এগুলির ভৌত রাসায়নিক ও জৈব ধর্মের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়া চলার সময় এর থেকে মিথেন অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর যা অবশিষ্ট হিসাবে পড়ে থাকে সেগুলি দিয়ে নিচু জমি ভরাট করা হয়।  ভরাটকরণ প্রক্রিয়ার উদাহরণ : পূর্ব কলকাতার ধাপায় এই পদ্ধতিতে নিচু জমি ভরাট করে উর্বর কৃষিজমি তৈরি করা হয়েছে। ভরাটকরণ প্রক্রিয়ার সুবিধা : এই প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ মাটি দিয়ে ঢাকা থাকে বলে দূষণে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে না।  ভরাটকরণ প্রক্রিয়ার অসুবিধা...