বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
বর্জ্য কী?
সাধারণত পরিত্যক্ত বা ফেলে দেওয়া কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ যা আপাতভাবে কোন প্রয়োজনে লাগে না তাকে বর্জ বলে।
বর্জ্য ব্যবস্থাপনা কী :
বর্জ্য পদার্থগুলিকে শুধুমাত্র অপসারণ বা স্থানান্তকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজনমতো এগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়। এটাই হলো ‘বর্জ্য ব্যবস্থাপনা’।
উল্লেখ্য, এই বর্জ্য ব্যবস্থাপনা তিন পদ্ধতিতে করা হয়।
- বর্জ্য পৃথকীকরণ
- ভরাটকরণ বা ল্যান্ডফিল
- কম্পোস্টিং
এছাড়া নিকাশি পদ্ধতির মাধ্যমে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং স্ক্রাবারের মাধ্যমে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- বর্জ্য ব্যবস্থাপনা কী? কোন্ কোন্ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা হয়?
- বর্জ্য কী? কীভাবে বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়?
- বর্জ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাকে কী বলা হয়? সংক্ষেপে লেখো।
বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- বর্জ্য কী?
- বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
- বর্জ্য পৃথকীকরণ বলতে কী বোঝো?
- বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কী? [২০২০]
- কম্পোস্টিং কী? [২০২৩]
- পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। [২০২০]
- তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? [২০১৯]
- বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? [২০১৮, ২০২৩]
- বর্জ্যের পুনর ব্যবহার কাকে বলে? [২০১৭]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন