ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
স্বাভাবিক উদ্ভিদ :
মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে।
[ উল্লেখ্য, তাপমাত্রা, বৃষ্টিপাতের স্থানিক ও ঋতুগত বৈচিত্র্য, মৃত্তিকা ইত্যাদি বিষয়ের উপর কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন নির্ভর করে। ]
ভারতের স্বাভাবিক উদ্ভিদ :
ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচ ভাগে বিভক্ত করা যায়। যথা— ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদ।
ক্রান্তীয় মরু উদ্ভিদ :
এদের মধ্যে ‘ক্রান্তীয় মরু উদ্ভিদ’ ভারতের রাজস্থানের মধ্য ও পশ্চিম ভাগে এবং গুজরাটের কচ্ছ অঞ্চলে দেখা যায়। বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেন্টিমিটারের কম বলে এই অঞ্চল উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়। এই উষ্ণ ও শুষ্ক পরিবেশে জন্মানো কাঁটাযুক্ত উদ্ভিদকে ‘মরু উদ্ভিদ’ বলে।
মরু উদ্ভিদের বৈশিষ্ট্য :
ক্রান্তীয় মরু উদ্ভিদের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় :
- এই ধরনের উদ্ভিদকে মাটির গভীর থেকে জল সংগ্রহের কারণে গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তারিত হয়।
- এদের বেশিরভাগ গাছের পাতা কাঁটায় পরিণত হয়। এই কাঁটাযুক্ত উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে।
- এদের পাতায় মোমের মত আবরণ থাকে।
- এখানকার গাছের কান্ড কিউটিকলযুক্ত পুরু ছালে ঢাকা থাকে।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? স্বাভাবিক উদ্ভিদ কয় শ্রেণীতে বিভক্ত ও কী কী?
- মরু উদ্ভিদ বলতে কী বোঝো? মরু উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- ক্রান্তীয় মরু উদ্ভিদ কাকে বলে? ক্রান্তীয় মরু উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য উল্লেখ করো।[২০১৭]
- সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা উল্লেখ করো। [২০২৩]
- ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। [২০২০]
- কৃষি বনসৃজন বলতে কী বোঝো? [২০২২]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন