‘নদী উপত্যকা’ কাকে বলে?
দুটি উচ্চভূমির মধ্যবর্তী নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। এবং এই দীর্ঘ অথচ সংকীর্ণ নিম্নভূমি বা উপত্যকার মধ্য দিয়ে যখন কোন নদী প্রবাহিত হয়, তখন ওই নদীর দু’পারে বিস্তৃত নিম্নভূমি বা উপত্যকাকে ‘নদী উপত্যকা’ বলা হয়।
যেমন, গঙ্গা নদীর উপত্যকা।
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- নদী উপত্যকা কী? উদাহরণ দাও।
- নদী উপত্যকা বলতে কী বোঝানো হয়?
- নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
- উপত্যকা কাকে বলে? উপত্যকার সঙ্গে নদী উপত্যকার পার্থক্য কী?
নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।
- আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
- নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?
- নদী উপত্যকা কাকে বলে?
- কিউসেক ও কিউমেক কী?
- নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?
- ক্যানিয়ান কাকে বলে?
- নদীর উচ্চগতি বলতে কী বোঝো?
- নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?
- নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে?
- প্রপাতকূপ কী? — ২০২০,
- নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন?
- নিক পয়েন্ট কী?
- খরস্রোত কী?
- অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী?
- নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয় অপেক্ষা, নিম্নক্ষয় বেশি হয় কেন?
- নদীর মধ্য গতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?
- ব্রহ্মপুত্র নদীর বুকে অসংখ্য দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে কেন?
- নগ্নী ভবন কাকে বলে?
Comments
Post a Comment