‘আদর্শ নদী’ কাকে বলে? উদাহরণ দাও।
নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা হয়। উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। যে নদীর প্রবাহ পথে উচ্চ, মধ্য ও নিম্ন— এই তিন ধরনের গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে ‘আদর্শ নদী’ বলে।
এছাড়া আদর্শ নদীর আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন,
- আদর্শ নদীর মধ্য ও নিম্ন অংশ সুবিস্তৃত হয় অর্থাৎ চওড়া হয়।
- নদীর গতিপথ ঘনঘন পরিবর্তন হয় না, এবং
- নদী অববাহিকায় বন্যার প্রকোপ অপেক্ষাকৃত কম হয়।
এই প্রশ্নটি অন্য যেভাবে (ঘুরিয়ে) আসতে পারে :
- আদর্শ নদী কী? উদাহরণ দাও।
- আদর্শ নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী ?
- আদর্শ নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
- একটি আদর্শ নদীকে কীভাবে চেনা যায়?
নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।
- আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
- নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?
- নদী উপত্যকা কাকে বলে?
- কিউসেক ও কিউমেক কী?
- নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?
- ক্যানিয়ান কাকে বলে?
- নদীর উচ্চগতি বলতে কী বোঝো?
- নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?
- নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে?
- প্রপাতকূপ কী?
- নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন?
- নিক পয়েন্ট কী?
- খরস্রোত কী?
- অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী?
- নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয় অপেক্ষা, নিম্নক্ষয় বেশি হয় কেন?
- নদীর মধ্য গতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?
- ব্রহ্মপুত্র নদীর বুকে অসংখ্য দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে কেন?
- নগ্নীভবন কাকে বলে?
Comments
Post a Comment