সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ষষ্ঠ অধ্যায় প্রশ্নের মান - ২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো।

ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। Name any two connecting hubs of major inland waterways of India. মানুষ ও স্থানান্তরযোগ্য বিভিন্ন দ্রব্য সামগ্রীকে যখন যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়া হয় তখন তাকে বলে পরিবহন ।  ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে প্রধানত ৫ ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায়। যথা— স্থলপথ, জলপথ, আকাশপথ, পাইপলাইন ও রজ্জুপথ।  ভারতের জলপথ প্রধানত দুটি ভাগে বিভক্ত— অভ্যন্তরীণ পথ ও সমুদ্র পথ। ভারতের অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম হল এলাহাবাদ ও হলদিয়া (১৬২০ কিঃমিঃ) -----------xx----------- 📘 এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : পরিবহন কাকে বলে? ভারতে কয় ধরনের পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? 

অনুসারী শিল্প কাকে বলে?

অনুসারী শিল্প কাকে বলে? কোন একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাদের ‘অনুসারী শিল্প’ বা ‘ সহযোগী শিল্প ’ বা ‘ ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি ’ বলে। অনুসারী শিল্পগুলি কোন বৃহদায়তন মূল শিল্প উৎপাদিত শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠে।  মূল শিল্পটিকে কেন্দ্রীয় শিল্প ও তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলি হল অনুসারী শিল্প। উদাহরণ : হলদিয়ার তৈল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানাবিধ অনুসারী শিল্প। যেমন, সার কারখানা (হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন), ফসফেট কারখানা, স্ব ওয়ালেস কোম্পানির উদ্যোগে কীটনাশক ওষুধের কারখানা, ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেডের অধীনে ব্যাটারি কারখানা, হিন্দুস্তান লিভারের অধীনে সাবান কারখানা, সালফিউরিক অ্যাসিড ও সোডা অ্যাশ উৎপাদনের কারখানা, সিমেন্ট তৈরীর কারখানা ইত্যাদি।