লোয়েসের সংজ্ঞা দাও
![]() |
লোয়েসের সংজ্ঞা দাও |
লোয়েস কী?
‘লোয়েস’ (Loess) শব্দটি জার্মান শব্দ ‘Loss’ থেকে এসেছে, যার অর্থ সূক্ষ্ম পলি। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিকটোফেন সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন। অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মৃত্তিকা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচুস্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে ‘লোয়েস সমভূমি’ বলে।
লোয়েসের বৈশিষ্ট্য :
- লোয়েসের এক ধরনের সমভূমি যার মাটির রং হলদে
- এই মাটি অতি সূক্ষ্ম, নরম, প্রবেশ্য ও চুনময়
- এই মাটি খুব উর্বর
- এই মাটি, পলি দ্বারা গঠিত যার মধ্যে কোন বিশিষ্ট কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট এবং অন্যান্য খনিজের কণা একত্রে সংঘবদ্ধ অবস্থায় থাকে।
- লোয়েসের মধ্যবর্তী অসংখ্য ছিদ্রপথ থাকায় এর মধ্য দিয়ে জল সহজেই অভ্যন্তরে প্রবেশ করে।
লোয়েসের উদাহরণ :
চিনের হোয়াংহ নদী অববাহিকায় মধ্যএশিয়ার গোবি মরুভূমির বালি জমে এরকম একটি লোয়েস সমভূমির সৃষ্টি করেছে।
-----------xx--------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- লোয়েস কী? এর বৈশিষ্ট্য উল্লেখ করো।
- লোয়েস কাকে বলে?
- লোয়েস কীভাবে সৃষ্টি হয়?
- লোয়েস কীভাবে গড়ে ওঠে উদাহরণসহ লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন