সেন্সর বলতে কী বোঝো? সেন্সর বলতে কী বোঝো? পৃথিবী থেকে মহাকাশে যেসব কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় তার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সর লাগানো থাকে। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তারই নাম উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র তোলার প্রথম পর্যায়ে এই ক্যামেরাযুক্ত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। এই সেন্সর হল এমন একটি যন্ত্র যা উপগ্রহ থেকে ডিজিটাল পরিসংখ্যানের আকারে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করে। এই সেন্সরগুলি দু'রকমের হয় : সক্রিয় (Active) সেন্সর : যেসব সেন্সর কোন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর না করে সাধারণত রাডারের মাধ্যমে আলোক তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলন সংগ্রহ করে তাদেরকে সক্রিয় সংবেদন বা অ্যাকটিভ সেন্সর বলে। এইসব সেন্সর গুলির সাহায্যে রাতে তথ্য সংগ্রহ করা সম্ভব। নিবৃত (Passive) সেন্সর : যেসব সেন্সর কোন বস্তু বা উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর করে থাকে তাকে নিবৃত সংবেদন বা প্যাসিভ সেন্সর বলে। এই সেন্সর গুলি কেবল দিনের বেলা তথ্য সংগ্রহ করতে পারে। যে...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল