সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পঞ্চম অধ্যায় প্রশ্নের মান - ২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুন বলতে কী বোঝো?

‘দুন’ বলতে কী বোঝো? What do you mean by 'dun'? ‘দুন’ কথার অর্থ হল ‘ দুই পর্বতের মাঝে নিচু জমি ’। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ অনুদৈর্ঘ্য উপত্যকা ‘দুন’ নামে পরিচিত। উৎপত্তি : মূল হিমালয়ের সৃষ্টির অনেক পরে যেহেতু সেবালিক পর্বতের উত্থান তাই মূল হিমালয়ের অর্ধাংশ থেকে আগত নদীগুলি শিবালিক পর্বতে বাধা প্রাপ্ত হয়ে অসংখ্য রোদের সৃষ্টি করে। পরবর্তীকালে ওই হ্রদ গুলি নূরী কাঁকড় বালি পলি ইত্যাদি দ্বারা ভরাট হয়ে দুন উপত্যকার সৃষ্টি হয়েছে। দুনের বৈশিষ্ট্য : দুন উপত্যকার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন,  দুন হলো অনুদৈর্ঘ্য ও ভূগাঠনিক উপত্যকা।  এগুলি দীর্ঘ, অল্প বিস্তর ও প্রায় সমতল।  দুন উপত্যকায় অনেক ছোট ছোট হিমবাহ শ্রেষ্ঠ হ্রদ দেখা যায়, যাদের স্থানীয় নাম ‘তাল’ । দুজনের উদাহরণ : উত্তরাখণ্ডের দেরাদুন হল হিমালয়ের সবচেয়ে বড় দুন উপত্যকা। -----------xx----------- 📘 এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : ‘দুন’ শব্দের অর্থ কী? দুনের উৎপত্তি হয় কীভাবে? দুন কী? দুনের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি উদাহরণ দাও।  ‘দুন’ কাকে বলে? কোথায় কীভাবে ভাবে দুন সৃষ্টি হয়ে...

ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।

ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। স্বাভাবিক উদ্ভিদ : মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। [ উল্লেখ্য, তাপমাত্রা, বৃষ্টিপাতের স্থানিক ও ঋতুগত বৈচিত্র্য, মৃত্তিকা ইত্যাদি বিষয়ের উপর কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন নির্ভর করে। ] ভারতের স্বাভাবিক উদ্ভিদ : ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচ ভাগে বিভক্ত করা যায়। যথা— ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ ও ম্যানগ্রোভ উদ্ভিদ।  ক্রান্তীয় মরু উদ্ভিদ : এদের মধ্যে ‘ ক্রান্তীয় মরু উদ্ভিদ ’ ভারতের রাজস্থানের মধ্য ও পশ্চিম ভাগে এবং গুজরাটের কচ্ছ অঞ্চলে দেখা যায়। বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেন্টিমিটারের কম বলে এই অঞ্চল উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়। এই উষ্ণ ও শুষ্ক পরিবেশে জন্মানো কাঁটাযুক্ত উদ্ভিদকে ‘মরু উদ্ভিদ’ বলে। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য : ক্রান্তীয় মরু উদ্ভিদের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় : এই ধরনের উদ্ভিদকে মাটির গভীর থেকে জল সংগ্রহের কারণে গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তারিত হয়।  এদের বেশিরভাগ গাছের পাতা কাঁটায় পরিণত হয়। এই ক...