দশম শ্রেণির ভূগোল : মানচিত্র চিহ্নিতকরণ (ম্যাপ পয়েন্টিং)
১) পাহাড়, পর্বত ও পর্বত শৃঙ্গ :
- কারাকোরাম পর্বতমালা
- গডউইন অস্টিন শৃঙ্গ
- শিবালিক পর্বত [২০১৮]
- পিরপাঞ্জাল পর্বত
- নাঙ্গা পর্বত
- নীলগিরি পর্বত [২০২৩,২০১৭]
- বিন্ধ পর্বত [২০২২,২০১৯]
- সাতপুরা পর্বত
- আরাবল্লী পর্বত [২০২০]
- পশ্চিমঘাট পর্বতমালা
- পূর্বঘাট পর্বতমালা
- হিমালয় পর্বতমালা
- নাটক রেঞ্জ
- জাস্কার রেঞ্জ
- মাউন্ট এভারেস্ট
- কাঞ্চনজঙ্ঘা
- নামচা বারওয়া
- পাটকই পাহাড়
- গারো পাহাড়
- খাসি পাহাড়
- জয়ন্তিয়া পাহাড়
- মিজো পাহাড় বা লুসাই পাহাড়
- মনিপুর পাহাড়
- রাজমহল পাহাড়
- মহাকাল পাহাড়
- মহাদেব পাহাড়
- অজন্তা পাহাড়
- সাতমালা পাহাড়
- গির পাহাড়
- আনাইমালাই পাহাড়
- কার্ডামম পাহাড়
২) মালভূমি, উচ্চভূমি, আন্তরিক, দ্বীপ, উপদ্বীপ, অরণ্য, উপত্যকা
- মেঘালয় মালভূমি
- মালব মালভূমি
- মহারাষ্ট্র মালভূমি
- লাদাখ মালভূমি
- ছোটনাগপুর মালভূমি
- বাঘেলখন্ড মালভূমি
- বুন্দেলখণ্ড মালভূমি
- কর্ণাটক মালভূমি
- তেলেঙ্গানা মালভূমি
উচ্চভূমি, সমভূমি উপত্যকা, উপকূল :
- তামিলনাড়ুর উচ্চভূমি
- থর মরুভূমি
- মরুস্থলী
- সিন্ধু সমভূমি
- উচ্চ গাঙ্গেয় সমভূমি
- মধ্য গাঙ্গেয় সমভূমি
- নিম্ন গাঙ্গেয় সমভূমি
- ব্রহ্মপুত্র উপত্যকা
- কাশ্মীর উপত্যকা
- গুজরাট উপকূল
- কোঙ্কন উপকূল
- কানাডা বা কর্ণাটক উপকূল
- মালাবার উপকূল [২০২২[
- উত্তর সরকার উপকূল
অন্তরীপ :
- ক্যালিমিয়ার অন্তরীপ
- কুমারিকা অন্তরীপ
উপদ্বীপ, দ্বীপ ও দ্বীপপুঞ্জ :
- কচ্ছ উপদ্বীপ
- কাথিয়াবাড় উপদ্বীপ
- নারকোন্ডাম দ্বীপ
- ব্যারেন দ্বীপ
- পূর্বাশা দ্বীপ (নিউমুর দ্বীপ)
- লাক্ষাদ্বীপ
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
অরন্য, মৃত্তিকা ও কৃষি উৎপাদক অঞ্চল :
- একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল [২০১৯]
- ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার [২০২০,২০১৮]
- একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল [২০২৩,২০১৯]
- একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল [২০২২]
- বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল [২০১৭]
- উত্তরপূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র [২০২০]
- ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল [২০১৭]
- পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল [২০১৭]
- ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
- ভারতের শুষ্কতম অঞ্চল [২০১৮]
- উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল [২০২৩,২০১৮]
- তৈল বীজ উৎপাদক অঞ্চল
- পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল [২০১৭]
- একটি চা উৎপাদক অঞ্চল
- উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল [২০২২]
- পূর্ব ভারতের একটি ধান/পাট উৎপাদক অঞ্চল
- তুলা উৎপাদক অঞ্চল
- ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল
- একটি কফি উৎপাদক অঞ্চল [২০২০]
- দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল
- উত্তর ভারতের একটি ইক্ষু (আখ) উৎপাদক অঞ্চল [২০১৯]
- একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল [২০২২]
- ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল [২০১৮]
- মরু মৃত্তিকা অঞ্চল [২০২৩,২০১৯]
- পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল [২০২০]
শিল্প ও শিল্প বাণিজ্য কেন্দ্র :
- পূর্ব ভারতের (পশ্চিমবঙ্গের) একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র [২০১৯]
- একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র [২০২২]
- ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র [২০১৭]
- জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র
- বিমান পথ নির্মাণ শিল্প কেন্দ্র
- লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
- পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র [২০২৩]
- পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র [২০২২]
- ভারতের রূঢ় অঞ্চল [২০২০]
- রেল ইঞ্জিন নির্মাণ শিল্প
- কার্পাস বয়ন শিল্প
- ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র
- ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র
- দক্ষিণ ভারতের ম্যানচেস্টার [২০২৩,২০১৮]
- ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র [২০২০]
নগর ও বন্দর :
- পূর্ব ভারতের একটি মহানগর [২০১৭]
- উত্তর ভারতের বৃহত্তম মহানগর [২০২০]
- ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র [২০১৮]
- দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর
- পশ্চিম উপকূলের একটি মহানগর [২০১৯]
- ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর [২০১৮]
- দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর [২০২৩,২০১৭]
- বিশাখাপত্তনম বন্দর [২০১৯]
- পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর [২০১৮]
- পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর
- পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর [২০২০]
- পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর [২০২২]
- ভারতের হাইটেক বন্দর [২০১৭]
- মারমাগাঁও বন্দর
- মুম্বাই [২০২৩]
- নতুন দিল্লি [২০২২]
নদ, নদী, হ্রদ, সাগর ও উপসাগর :
- গঙ্গা নদী
- যমুনা নদী
- দামোদর নদ
- সুবর্ণরেখা নদ
- সিন্ধু নদ
- সুবর্ণরেখা নদী
- ভাগীরথী হুগলি নদী
- ব্রহ্মপুত্র নদী
- মহানদী নদী [২০১৯]
- গোদাবরী নদী
- কৃষ্ণা নদী [২০১৮]
- কাবেরী নদী [২০২২]
- নর্মদা নদী [২০২০]
- তাপ্তি নদী [২০২৩,২০১৭]
- সবরমতী নদী
- লুনি নদী
- কচ্ছের রন
- কচ্ছ উপসাগর
- কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর
- মান্নার উপসাগর
- ডানকান প্রণালী
- পক প্রণালী
- উলার হ্রদ
- ডাল হ্রদ
- প্যাংগং হ্রদ
- পুলিকট হ্রদ
- চিলকা হ্রদ
- ভেমবানাদ কয়াল উপহ্রদ
- লোকটাক হ্রদ [২০২৩,২০১৯]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন