সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দশম শ্রেণি : ভূগোল। মানচিত্র

দশম শ্রেণির ভূগোল : মানচিত্র চিহ্নিতকরণ (ম্যাপ পয়েন্টিং)

১) পাহাড়, পর্বত ও পর্বত শৃঙ্গ :

  1. কারাকোরাম পর্বতমালা 
  2. গডউইন অস্টিন শৃঙ্গ 
  3. শিবালিক পর্বত [২০১৮]
  4. পিরপাঞ্জাল পর্বত
  5. নাঙ্গা পর্বত
  6. নীলগিরি পর্বত [২০২৩,২০১৭]
  7. বিন্ধ পর্বত [২০২২,২০১৯]
  8. সাতপুরা পর্বত 
  9. আরাবল্লী পর্বত [২০২০]
  10. পশ্চিমঘাট পর্বতমালা 
  11. পূর্বঘাট পর্বতমালা 
  12. হিমালয় পর্বতমালা
  13. নাটক রেঞ্জ 
  14. জাস্কার রেঞ্জ 
  15. মাউন্ট এভারেস্ট 
  16. কাঞ্চনজঙ্ঘা 
  17. নামচা বারওয়া 
  18. পাটকই পাহাড় 
  19. গারো পাহাড়
  20. খাসি পাহাড় 
  21. জয়ন্তিয়া পাহাড় 
  22. মিজো পাহাড় বা লুসাই পাহাড়
  23. মনিপুর পাহাড় 
  24. রাজমহল পাহাড় 
  25. মহাকাল পাহাড় 
  26. মহাদেব পাহাড় 
  27. অজন্তা পাহাড় 
  28. সাতমালা পাহাড় 
  29. গির পাহাড় 
  30. আনাইমালাই পাহাড়
  31. কার্ডামম পাহাড় 

২) মালভূমি, উচ্চভূমি, আন্তরিক, দ্বীপ, উপদ্বীপ, অরণ্য, উপত্যকা

  1. মেঘালয় মালভূমি 
  2. মালব মালভূমি 
  3. মহারাষ্ট্র মালভূমি 
  4. লাদাখ মালভূমি 
  5. ছোটনাগপুর মালভূমি
  6. বাঘেলখন্ড মালভূমি 
  7. বুন্দেলখণ্ড মালভূমি 
  8. কর্ণাটক মালভূমি 
  9. তেলেঙ্গানা মালভূমি 
উচ্চভূমি, সমভূমি উপত্যকা, উপকূল :
  1. তামিলনাড়ুর উচ্চভূমি
  2. থর মরুভূমি
  3. মরুস্থলী
  4. সিন্ধু সমভূমি 
  5. উচ্চ গাঙ্গেয় সমভূমি 
  6. মধ্য গাঙ্গেয় সমভূমি 
  7. নিম্ন গাঙ্গেয় সমভূমি 
  8. ব্রহ্মপুত্র উপত্যকা
  9. কাশ্মীর উপত্যকা
  10. গুজরাট উপকূল 
  11. কোঙ্কন উপকূল 
  12. কানাডা বা কর্ণাটক উপকূল 
  13. মালাবার উপকূল [২০২২[
  14. উত্তর সরকার উপকূল

অন্তরীপ :
  1. ক্যালিমিয়ার অন্তরীপ 
  2. কুমারিকা অন্তরীপ
উপদ্বীপ, দ্বীপ ও দ্বীপপুঞ্জ :
  1. কচ্ছ উপদ্বীপ 
  2. কাথিয়াবাড় উপদ্বীপ
  3. নারকোন্ডাম দ্বীপ 
  4. ব্যারেন দ্বীপ 
  5. পূর্বাশা দ্বীপ (নিউমুর দ্বীপ)
  6. লাক্ষাদ্বীপ 
  7. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
অরন্য, মৃত্তিকা ও কৃষি উৎপাদক অঞ্চল :
  1. একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল [২০১৯]
  2. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার [২০২০,২০১৮]
  3. একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল [২০২৩,২০১৯]
  4. একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল [২০২২]
  5. বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল [২০১৭]
  6. উত্তরপূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র [২০২০]
  7. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল [২০১৭]
  8. পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল  [২০১৭]
  9. ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
  10. ভারতের শুষ্কতম অঞ্চল [২০১৮]
  11. উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল [২০২৩,২০১৮]
  12. তৈল বীজ উৎপাদক অঞ্চল 
  13. পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল [২০১৭]
  14. একটি চা উৎপাদক অঞ্চল 
  15. উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল [২০২২]
  16. পূর্ব ভারতের একটি ধান/পাট উৎপাদক অঞ্চল 
  17. তুলা উৎপাদক অঞ্চল 
  18. ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল
  19. একটি কফি উৎপাদক অঞ্চল [২০২০]
  20. দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল 
  21. উত্তর ভারতের একটি ইক্ষু (আখ) উৎপাদক অঞ্চল [২০১৯]
  22. একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল [২০২২]
  23. ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল [২০১৮]
  24. মরু মৃত্তিকা অঞ্চল [২০২৩,২০১৯]
  25. পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল [২০২০]
শিল্প ও শিল্প বাণিজ্য কেন্দ্র :
  1. পূর্ব ভারতের (পশ্চিমবঙ্গের) একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র [২০১৯]
  2. একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র [২০২২]
  3. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র [২০১৭]
  4. জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র 
  5. বিমান পথ নির্মাণ শিল্প কেন্দ্র 
  6. লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র 
  7. পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র [২০২৩]
  8. পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র [২০২২]
  9. ভারতের রূঢ় অঞ্চল [২০২০]
  10. রেল ইঞ্জিন নির্মাণ শিল্প 
  11. কার্পাস বয়ন শিল্প 
  12. ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র 
  13. ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র 
  14. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার [২০২৩,২০১৮]
  15. ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র [২০২০]
নগর ও বন্দর :
  1. পূর্ব ভারতের একটি মহানগর [২০১৭]
  2. উত্তর ভারতের বৃহত্তম মহানগর [২০২০]
  3. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র [২০১৮]
  4. দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর 
  5. পশ্চিম উপকূলের একটি মহানগর [২০১৯]
  6. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর [২০১৮]
  7. দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর [২০২৩,২০১৭]
  8. বিশাখাপত্তনম বন্দর [২০১৯]
  9. পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর [২০১৮]
  10. পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর 
  11. পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর [২০২০]
  12. পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর [২০২২]
  13. ভারতের হাইটেক বন্দর [২০১৭]
  14. মারমাগাঁও বন্দর
  15. মুম্বাই [২০২৩]
  16. নতুন দিল্লি [২০২২]
নদ, নদী, হ্রদ, সাগর ও উপসাগর :
  1. গঙ্গা নদী 
  2. যমুনা নদী 
  3. দামোদর নদ
  4. সুবর্ণরেখা নদ 
  5. সিন্ধু নদ
  6. সুবর্ণরেখা নদী 
  7. ভাগীরথী হুগলি নদী 
  8. ব্রহ্মপুত্র নদী 
  9. মহানদী নদী [২০১৯]
  10. গোদাবরী নদী 
  11. কৃষ্ণা নদী [২০১৮]
  12. কাবেরী নদী [২০২২]
  13. নর্মদা নদী [২০২০]
  14. তাপ্তি নদী [২০২৩,২০১৭]
  15. সবরমতী নদী 
  16. লুনি নদী
  17. কচ্ছের রন
  18. কচ্ছ উপসাগর 
  19. কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর 
  20. মান্নার উপসাগর 
  21. ডানকান প্রণালী
  22. পক প্রণালী
  23. উলার হ্রদ 
  24. ডাল হ্রদ
  25. প্যাংগং হ্রদ 
  26. পুলিকট হ্রদ 
  27. চিলকা হ্রদ 
  28. ভেমবানাদ কয়াল উপহ্রদ
  29. লোকটাক হ্রদ [২০২৩,২০১৯]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজি জোয়া...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...