আপেক্ষিক আদ্রতা কী?
![]() |
আপেক্ষিক আদ্রতা কী |
বায়ুমন্ডলে যে অদৃশ্য জলীয়বাষ্প বর্তমান থাকে তাকে ‘বায়ুর আদ্রতা’ বলে।
বাতাসে আর্দ্রতা হিসাবের ব্যাপারে নিম্নলিখিত দুটির ধারণা গুরুত্বপূর্ণ।
- আপেক্ষিক আদ্রতা এবং
- চরম আদ্রতা।
আপেক্ষিক আদ্রতা :
কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রা কে ‘আপেক্ষিক আদ্রতা’ বলে।
ধরা যাক, বায়ুমণ্ডলের উষ্ণতা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এক ঘন সেন্টিমিটার বায়ুতে প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণ ১৫ এবং ওই পরিমাণের বায়ুকে সম্পৃক্ত করতে 22.9 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হল ১৫/২২.৯=০.৬৫, এবং শতকরা হিসাবে আপেক্ষিক আদ্রতা ৬৫ শতাংশ।
আপেক্ষিক আর্দ্রতার বৈশিষ্ট্য :
আপেক্ষিক আদ্রতার বৈশিষ্ট্য হল :
- আপেক্ষিক আদ্রতা হল একটি অনুপাত
- সাধারণত এই অনুবাদকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
- বায়ুর উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
-----------xx-----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- আপেক্ষিক আদ্রতা কী?
- আপেক্ষিক আদ্রতা কাকে বলে?
- আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝো?
- আপেক্ষিক আদ্রতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন