Skip to main content

Privacy Policy

Comments

Popular posts from this blog

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজি জোয়ার iv) অ্যাপ