পেরিগি (পেরিজি) জোয়ার বলতে কী বোঝো? ‘পেরিজি’ শব্দটি গ্রীক শব্দ পেরি (Peri) ও জিয়া(Ge)-র মিলিত রূপ। শব্দের অর্থ এরাউন্ড (Around) এবং জিয়া শব্দের অর্থ হলো পৃথিবী। এদের মিলিত শব্দ পেরিজের অর্থ হল পৃথিবীর কাছাকাছি। পেরিগি জোয়ার : প্রধানত চন্দ্রের আকর্ষণী শক্তির প্রভাবে এবং অপেক্ষাকৃত কম মাত্রায় সূর্যের আকর্ষণী শক্তির প্রভাবেও নিয়মিতভাবে দিনে দু’বার করে পর্যায়ক্রমে সমুদ্র জলের স্ফীতি ও অবনমন ঘটে। সমুদ্রের এই জলস্ফীতিকে ‘ জোয়ার’ বলে। এখন নিজ কক্ষপথে চাঁদের পৃথিবীকে পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব (৩,৭৫,০০০) যখন সবচেয়ে কম হয় অর্থাৎ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকছি আসে, তখন সেই অবস্থানকে বলে পেরিগি (Perigee) / পেরিজি । এই অবস্থায় পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব অত্যন্ত বেড়ে যায়। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। আর এই জোয়ারকেই ‘ পেরিগি জোয়ার’ বলে। পিরিগি জোয়ারের বৈশিষ্ট্য : এই সময় জোয়ারের প্রাবাল্য সাধারণ জোয়ারের থেকেও কুড়ি শতাংশ বেশি হয়। একই সময়ে ভরা কোটাল ও পেরিজি জোয়ার সৃষ্টি হলে জোয়ারের জলতল সর্বোচ্চ হয়। -----------xx----------- এ...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল