নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?
What do you mean by river bend or meander?
‘মিয়েন্ডার’ শব্দটি ‘Meandros’ শব্দ থেকে এসেছে, যার অর্থ সর্পিলাকার নদী।
সমভূমিতে অর্থাৎ নদীর মধ্য ও নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকে বলে নদীর গতিবেগ কমে যায়। ফলে নদী সামান্য বাধা পেলেই তা এড়িয়ে যাওয়ার জন্য এঁকেবেঁকে প্রবাহিত হয়। বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেই অংশ ক্ষয় হয়ে অবতল বা ‘খাড়া পাড়’ সৃষ্টি করে। আর এই খাড়া পাড়ের বিপরীত অংশে ক্ষয় প্রাপ্ত পদার্থগুলি জমা হতে থাকে। ফলে এই অংশে উত্তল বা ‘ঢালু পাড়’ তৈরি হয়।
এইভাবে নদী খাতে ক্রমান্বয়ে ক্ষয় ও সঞ্চয়ের ফলে নদীপথে অসংখ্য বাঁক সৃষ্টি হয়। এই বাঁক সৃষ্টি হওয়ার ফলে নদী সাপের মত এঁকেবেঁকে চলছে বলে মনে হয়। নদীর এই বাঘগুলিকেই ‘নদীবাঁক’ বা ‘মিয়েন্ডার’ বলা হয়।
উল্লেখ্য, তুরস্কের মিয়েন্ডারেস নদীর এইরূপ চরিত্র দেখা যায়। আর এই নদীর নাম অনুসারীরেই ‘নদীবাঁক’কে ‘মিয়েন্ডার’ বলে অভিহিত করা হয়েছে।
-----------xx-----------
এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- ‘নদীবাঁক’ কী? কীভাবে এই নদীবাঁক তৈরি হয়?
- ‘নদীবাঁক’ কাকে বলে? নদীবাঁকের অপর নাম কী? কীভাবে নদীবাঁক সৃষ্টি হয় সংক্ষেপে লেখো।
- নদীবাঁক বলতে কী বোঝো? নদীতে কীভাবে এই বাক তৈরি হয়?
- ‘মিয়েন্ডার‘ নামক ভূমিরূপ নদীর কোন্ প্রবাহে লক্ষ্য করা যায়? এই ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়?
- নদীর কোন্ গতিপ্রবাহে ‘মিয়েন্ডার’ সৃষ্টি হয়? এইরকম ভূমিরূপ সৃষ্টির কারণ কী?
- ‘মিয়েন্ডার’ শব্দের অর্থ কী? কাকে কেন মেয়েন্ডার বলা হয়?
নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।
- আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
- নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?
- নদী উপত্যকা কাকে বলে?
- কিউসেক ও কিউমেক কী?
- ‘নদীবাঁক’ বা ‘মিয়েন্ডার’ বলতে কী বোঝো?
- ক্যানিয়ান কাকে বলে?
- নদীর উচ্চগতি বলতে কী বোঝো?
- নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?
- নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে?
- প্রপাতকূপ কী? — ২০২০,
- নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন?
- নিক পয়েন্ট কী?
- খরস্রোত কী?
- অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী?
- নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয় অপেক্ষা, নিম্নক্ষয় বেশি হয় কেন?
- নদীর মধ্য গতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?
- ব্রহ্মপুত্র নদীর বুকে অসংখ্য দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে কেন?
- নগ্নী ভবন কাকে বলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন