সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর

মাধ্যমিক ভূগোল পরীক্ষা (২০২০)-র ১ মার্কসের উত্তর

Madhyamik Geography Exam (2020) 1 Mark Answers,মাধ্যমিক ভূগোল পরীক্ষা (২০২০)-র ১ মার্কসের উত্তর,
মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর

শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুলি মেলাও।

বিভাগ : খ

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোন ৬টি) : [১×৬=৬]

২.১.১) ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ।

উত্তর : ‘শু’

২.১.২) মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।

উত্তর : ‘অ’

২.১.৩) এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

উত্তর : ‘অ’

২.১.৪) সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

উত্তর : ‘শু’

২.১.৫) পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।

উত্তর : ‘শু’

২.১.৬) শিবালিক পর্বতের পাদদেশে নুরি অলি ও বাণী গঠিত মৃত্তিকাকে বেট বলে।

উত্তর : ‘অ’

২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।

উত্তর : ‘শু’

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬]

২.২.১) আবহবিকার ও হয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে __________ বলা হয়।

উত্তর : নগ্নী ভবন।

২.২.২) মরু অঞ্চলে বায়ুর _______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।

উত্তর : ক্ষয়।

২.২.৩) বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ________ পায়।

উত্তর : বৃদ্ধি।

২.২.৪) সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে _________ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

উত্তর : অন্তঃ।

২.২.৫) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ________।

উত্তর : NH44

২.২.৬) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত।

উত্তর : ব্যাঙ্গালোর

২.২.৭) বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ________ বর্জ্য।

উত্তর : ই বর্জ্য

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ছয়টি) : [১×৬=৬]

২.৩.১) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?

উত্তর : আলাস্কার হুবার্ড।

২.৩.২) ভূপৃষ্ঠের কোন্ অঞ্চলের উপর বায়ুমন্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?

উত্তর : আন্টার্কটিকা।

২.৩.৩) পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কী?

উত্তর : পালঘাট।

২.৩.৪) কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

উত্তর : কয়াল।

২.৩.৫) ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।

উত্তর : কুঞ্চিকল।

২.৩.৬) ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়?

উত্তর : কলকাতা।

২.৩.৭) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

উত্তর : উত্তর প্রদেশ।

২.৩.৮) উপগ্রহ চিত্র কোন্ রূপে প্রকাশ করা হয়?

উত্তর : ডিজিটাল।

২৪) বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো। [১x৪=৪]

বামদিক ডানদিক
২.৪.১ রত্না ১. পাইন
২.৪.২ সরলবর্গীয় অরণ্য ২. মার্মাগাও
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র ৩. উচ্চফলনশীল ধান বীজ
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানি কারক বন্দর ৪.  পেরাম্বুর
উত্তর :
বামদিক ডানদিক
২.৪.১ রত্না ৩. উচ্চফলনশীল ধান বীজ
২.৪.২ সরলবর্গীয় অরণ্য ১. পাইন
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র ৪. পেরাম্বুর
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর ২. মার্মাগাও
 -------xx-------

মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২০-র অন্যান্য প্রশ্ন পেতে এখানে ক্লিক করো

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...