মাধ্যমিক ভূগোল পরীক্ষা (২০২০)-র ১ মার্কসের উত্তর
![]() |
মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর |
শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুলি মেলাও।
বিভাগ : খ
২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোন ৬টি) : [১×৬=৬]
২.১.১) ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ।
উত্তর : ‘শু’২.১.২) মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।
উত্তর : ‘অ’২.১.৩) এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।
উত্তর : ‘অ’২.১.৪) সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
উত্তর : ‘শু’২.১.৫) পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।
উত্তর : ‘শু’২.১.৬) শিবালিক পর্বতের পাদদেশে নুরি অলি ও বাণী গঠিত মৃত্তিকাকে বেট বলে।
উত্তর : ‘অ’২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।
উত্তর : ‘শু’২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬]
২.২.১) আবহবিকার ও হয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে __________ বলা হয়।
উত্তর : নগ্নী ভবন।২.২.২) মরু অঞ্চলে বায়ুর _______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উত্তর : ক্ষয়।২.২.৩) বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ________ পায়।
উত্তর : বৃদ্ধি।২.২.৪) সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে _________ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
উত্তর : অন্তঃ।২.২.৫) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ________।
উত্তর : NH44২.২.৬) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত।
উত্তর : ব্যাঙ্গালোর২.২.৭) বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ________ বর্জ্য।
উত্তর : ই বর্জ্য২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ছয়টি) : [১×৬=৬]
২.৩.১) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তর : আলাস্কার হুবার্ড।২.৩.২) ভূপৃষ্ঠের কোন্ অঞ্চলের উপর বায়ুমন্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?
উত্তর : আন্টার্কটিকা।২.৩.৩) পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কী?
উত্তর : পালঘাট।২.৩.৪) কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তর : কয়াল।২.৩.৫) ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।
উত্তর : কুঞ্চিকল।২.৩.৬) ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়?
উত্তর : কলকাতা।২.৩.৭) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?
উত্তর : উত্তর প্রদেশ।২.৩.৮) উপগ্রহ চিত্র কোন্ রূপে প্রকাশ করা হয়?
উত্তর : ডিজিটাল।২৪) বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো। [১x৪=৪]
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ রত্না | ১. পাইন |
২.৪.২ সরলবর্গীয় অরণ্য | ২. মার্মাগাও |
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র | ৩. উচ্চফলনশীল ধান বীজ |
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানি কারক বন্দর | ৪. পেরাম্বুর |
উত্তর :
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ রত্না | ৩. উচ্চফলনশীল ধান বীজ |
২.৪.২ সরলবর্গীয় অরণ্য | ১. পাইন |
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র | ৪. পেরাম্বুর |
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর | ২. মার্মাগাও |
-------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন