জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক Relationship between the jet stream and the Indian monsoon জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দক্ষিণ এশিয়ায় দুই ধরনের জেট বায়ুপ্রবাহ দেখা যায়। একটি ক্রান্তীয় পূবালী জেট ও অন্যটি উপক্রান্তীয় পশ্চিমা জেট । এই দুটি শাখার প্রভাবেই মূলত ভারতে মৌসুমী বায়ুর উৎপত্তি (আগমন ও পশ্চাপসরণ) ঘটে। ক্রান্তীয় পূবালী জেট ও মৌসুমী বায়ু : গ্রীষ্মকালে তিব্বত মালভূমি প্রচণ্ড উত্তাপ গ্রহণ করে গভীর নিম্নচাপ সৃষ্টি করে। এই কারণে, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু উত্তরের সরে যায়। এই পরিস্থিতিতে ক্রান্তীয় পূবালী জেট বায়ু ভারতের মাঝ বরাবর প্রবেশ করে নিম্নচাপ সৃষ্টি করে। এই শক্তিশালী নিম্নচাপের আকর্ষণে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। ফলে ভারতে বর্ষাকালের সূচনা হয়। উপক্রান্তীয় পশ্চিমা জেট ও মৌসুমী বায়ু : অন্যদিকে, অক্টোবর মাসে ক্রান্তীয় পূবালী জেট বায়ু বিলীন হয়ে যায়। এই সময় উপক্রান্তীয় পশ্চিমা জেট উত্তর ভা...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল