মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২০
![]() |
মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর |
MCQ র উত্তর (সঠিক উত্তর নির্বাচন করো)
১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]
১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে—
ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া
গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া
১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়—
ক) ইয়ারদাং, খ) জিউগেন
গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ
১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত—
ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয়
১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়—
ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—
ক) বায়ু প্রবাহের উপর, খ) পৃথিবীর পরিক্রমণ গতির উপর
গ) মগ্ন চড়ার উপর, ঘ) সবকটি প্রযোজ্য
১.৬) কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়—
ক) দু'ঘণ্টার বেশি, খ) ছয় ঘন্টার বেশি
গ) চার ঘন্টার বেশি, ঘ) আট ঘন্টার বেশি
১.৭) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—
ক) পরিস্রাবক ঘূর্ণায়ণ, খ) তাড়িতিক অদক্ষেপক
গ) স্ক্রাবার ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা
১.৮) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল—
ক) নিরক্ষরেখা, খ) মকরক্রান্তি রেখা
গ) মূল মধ্যরেখা, ঘ) কর্কটক্রান্তি রেখা
১.৯) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল—
ক) কোলেরু, খ) পুলিকট
গ) চিলকা, ঘ) ভেমবনাদ
১.১০) ভারতের সর্বাধিক জল শেষ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল—
ক) কূপ ও নলকূপ, খ) জলাশয়
গ) খাল, ঘ) ফোয়ারা
১.১১) ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়—
ক) গ্রীষ্মকালে, খ) শরৎকালে
গ) বর্ষাকালে, ঘ) শীতকালে
১.১২) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়—
ক) ইক্ষু চাষে, খ) চা চাষে
গ) পাট চাষে, ঘ) কফি চাষে
১.১৩) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত—
ক) জুনপুটে, খ) কলকাতায়
গ) শংকরপুরে, ঘ) হলদিয়ায়
১.১৪) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল—
ক) বাদামি, খ) কালো
গ) লাল, ঘ) নীল
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন