সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর

মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২০

মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর,Madhyamik Geography Questions 2020.html
মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) MCQ উত্তর

MCQ র উত্তর (সঠিক উত্তর নির্বাচন করো)

১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]

১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে—

ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া 
গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া 

১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়—

ক) ইয়ারদাং, খ) জিউগেন
গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ 

১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত—

ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 
গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয়

১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়—

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে 
গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 

১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—

ক) বায়ু প্রবাহের উপর, খ) পৃথিবীর পরিক্রমণ গতির উপর 
গ) মগ্ন চড়ার উপর, ঘ) সবকটি প্রযোজ্য 

১.৬) কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়—

ক) দু'ঘণ্টার বেশি, খ) ছয় ঘন্টার বেশি 
গ) চার ঘন্টার বেশি, ঘ) আট ঘন্টার বেশি 

১.৭) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—

ক) পরিস্রাবক ঘূর্ণায়ণ, খ) তাড়িতিক অদক্ষেপক 
গ) স্ক্রাবার ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা 

১.৮) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল—

ক) নিরক্ষরেখা, খ) মকরক্রান্তি রেখা 
গ) মূল মধ্যরেখা, ঘ) কর্কটক্রান্তি রেখা 

১.৯) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল—

ক) কোলেরু, খ) পুলিকট 
গ) চিলকা, ঘ) ভেমবনাদ

১.১০) ভারতের সর্বাধিক জল শেষ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল—

ক) কূপ ও নলকূপ, খ) জলাশয় 
গ) খাল, ঘ) ফোয়ারা 

১.১১) ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়—

ক) গ্রীষ্মকালে, খ) শরৎকালে 
গ) বর্ষাকালে, ঘ) শীতকালে 

১.১২) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়—

ক) ইক্ষু চাষে, খ) চা চাষে 
গ) পাট চাষে, ঘ) কফি চাষে 

১.১৩) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত—

ক) জুনপুটে, খ) কলকাতায় 
গ) শংকরপুরে, ঘ) হলদিয়ায়

১.১৪) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল—

ক) বাদামি, খ) কালো
গ) লাল, ঘ) নীল
-----------xx-----------

মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২০-র অন্যান্য প্রশ্ন পেতে এখানে ক্লিক করো

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজি জোয়া...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...