নগ্নীভবন কাকে বলে?
মাধ্যমিক - ২০১৯, ২০২৪,
নগ্নীভবন কাকে বলে? |
‘নগ্নীভবন’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা। আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত (ক্ষয়ীভবন) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় (পুঞ্জিতস্খলন)। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে।
এইভাবে আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘নগ্নীভবন’ (Denudation) বলে।
এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- নগ্নীভবন কাকে বলে?
- নগ্নীভবনের সংজ্ঞা দাও।
- নগ্নীভবন কী?
- কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়?
নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও।
- আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
- নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ?
- নদী উপত্যকা কাকে বলে?
- কিউসেক ও কিউমেক কী?
- নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো?
- ক্যানিয়ান কাকে বলে?
- নদীর উচ্চগতি বলতে কী বোঝো?
- নদীর মধ্যবর্তী বলতে কী বোঝো?
- নদীর নিম্নগতি বা ব দ্বীপ প্রবাহ কাকে বলে?
- প্রপাতকূপ কী? — ২০২০,
- নদীর বাঁককে মিয়েন্ডার বলা হয় কেন?
- নিক পয়েন্ট কী?
- খরস্রোত কী?
- অবরোহন ও আরোহনের মধ্যে পার্থক্য কী?
- নদীর উচ্চগতিতেপার্শ্বক্ষয় অপেক্ষা, নিম্নক্ষয় বেশি হয় কেন?
- নদীর মধ্য গতিতে নদীদ্বীপ বা চর সৃষ্টি হয় কেন?
- ব্রহ্মপুত্র নদীর বুকে অসংখ্য দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে কেন?
- নগ্নী ভবন কাকে বলে?
Comments
Post a Comment