প্রপাতকূপ কাকে বলে?
![]() |
প্রপাতকূপ কাকে বলে? |
নদী তার গতিপথের বিভিন্ন অংশে ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি করে থাকে।
ক্ষয় ও সঞ্চয় ইত্যাদি কার্যের সঙ্গে নদী যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেখানকার শিলার প্রকৃতি, ওই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে উপত্যকার বিভিন্ন অংশে ভূমিরূপের গঠনের মধ্যে বৈসাদৃশ্য ও বৈচিত্র্য দেখা যায়।
প্রপাতকূপ কী :
নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে অর্থাৎ এর জলধারা সরাসরি উপর থেকে নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে। কোনো জলপ্রপাতের পাদদেশে জল এবং জলের সঙ্গে পতিত প্রস্তরখন্ডের আঘাতে এবং জলের ঘূর্ণনে অবঘর্ষ প্রক্রিয়া ও বুদবুদ ক্ষয়ের মাধ্যমে একপ্রকার গোলাকার গর্তের সৃষ্টি হয়। এই গর্তকে ‘প্রপাতকূপ’ বলে।
প্রপাতকূপের বৈশিষ্ট্য :
- জলপ্রপাতের পাদদেশে দেখা যায়।
- অবঘর্ষ ও বুদবুদ ক্ষয়ের ফলে সৃষ্ট।
- শুষ্ক ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস পেলে দেখা যায়।
- প্রপাত কূপের আয়তন জলের উচ্চতা, জলরাশির পরিমাণ ও প্রস্তর খন্ডের আকার অনুযায়ী হয়।
প্রপাতকূপের উদাহরণ :
চেরাপুঞ্জির নিকট নোহকালিকাই জলপ্রপাতে প্রপাতকূপ দেখা যায়।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- প্রতাপকূপ কী?
- নদীপথে কোন অংশে প্রপাতকূপ দেখা যায়? প্রতাপকূপের বৈশিষ্ট্য লেখো।
- প্রতাপকূপ কীভাবে সৃষ্টি হয়? প্রতাপকূপের উদাহরণ দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন