মাধ্যমিক ভূগোল পরীক্ষা (২০২০)-র ১ মার্কসের উত্তর মাধ্যমিক ভূগোল পরীক্ষার (২০২০) ১ মার্কসের উত্তর শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুলি মেলাও। বিভাগ : খ ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোন ৬টি) : [১×৬=৬] ২.১.১) ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ। উত্তর : ‘শু’ ২.১.২) মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। উত্তর : ‘অ’ ২.১.৩) এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। উত্তর : ‘অ’ ২.১.৪) সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। উত্তর : ‘শু’ ২.১.৫) পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। উত্তর : ‘শু’ ২.১.৬) শিবালিক পর্বতের পাদদেশে নুরি অলি ও বাণী গঠিত মৃত্তিকাকে বেট বলে। উত্তর : ‘অ’ ২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। উত্তর : ‘শু’ ২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬] ২.২.১) আবহবিকার ও হয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভ...
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল