সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বায়ুর কাজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আপেক্ষিক আদ্রতা কী

আপেক্ষিক আদ্রতা কী? আপেক্ষিক আদ্রতা কী বায়ুমন্ডলে যে অদৃশ্য জলীয়বাষ্প বর্তমান থাকে তাকে ‘বায়ুর আদ্রতা’ বলে। বাতাসে আর্দ্রতা হিসাবের ব্যাপারে নিম্নলিখিত দুটির ধারণা গুরুত্বপূর্ণ।  আপেক্ষিক আদ্রতা এবং  চরম আদ্রতা। আপেক্ষিক আদ্রতা : কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রা কে ‘আপেক্ষিক আদ্রতা’ বলে। ধরা যাক, বায়ুমণ্ডলের উষ্ণতা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এক ঘন সেন্টিমিটার বায়ুতে প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণ ১৫ এবং ওই পরিমাণের বায়ুকে সম্পৃক্ত করতে 22.9 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হল ১৫/২২.৯=০.৬৫, এবং শতকরা হিসাবে আপেক্ষিক আদ্রতা ৬৫ শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার বৈশিষ্ট্য : আপেক্ষিক আদ্রতার বৈশিষ্ট্য হল : আপেক্ষিক আদ্রতা হল একটি অনুপাত  সাধারণত এই অনুবাদকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।  বায়ুর উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। -----------xx----------- এই প্রশ...

লোয়েসের সংজ্ঞা দাও

লোয়েসের সংজ্ঞা দাও লোয়েসের সংজ্ঞা দাও লোয়েস কী? ‘লোয়েস’ (Loess) শব্দটি জার্মান শব্দ ‘Loss’ থেকে এসেছে, যার অর্থ সূক্ষ্ম পলি। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিকটোফেন সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন। অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মৃত্তিকা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচুস্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে ‘ লোয়েস সমভূমি ’ বলে।  লোয়েসের বৈশিষ্ট্য : লোয়েসের এক ধরনের সমভূমি যার মাটির রং হলদে  এই মাটি অতি সূক্ষ্ম, নরম, প্রবেশ্য ও চুনময় এই মাটি খুব উর্বর  এই মাটি, পলি দ্বারা গঠিত যার মধ্যে কোন বিশিষ্ট কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট এবং অন্যান্য খনিজের কণা একত্রে সংঘবদ্ধ অবস্থায় থাকে।  লোয়েসের মধ্যবর্তী অসংখ্য ছিদ্রপথ থাকায় এর মধ্য দিয়ে জল সহজেই অভ্যন্তরে প্রবেশ করে।  লোয়েসের উদাহরণ : চিনের হোয়াংহ নদী অববাহিকায় মধ্যএশিয়ার গোবি মরুভূমির বালি জমে এরকম একটি লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। -----------xx-------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : লোয়েস কী? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। লোয়েস কাকে বলে?  লোয়েস কীভাবে সৃষ্টি হয়?  লোয়েস কী...