বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
![]() |
বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা |
বর্জ্য ব্যবস্থাপনা :
নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে।
বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা :
বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়।
- দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।
- সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।
- বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরিমাণে বৃদ্ধি করছে। এইসব বিপদজনক বর্জ্যর পরিমাণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী।
------------xx-----------
এই প্রশ্নটি ঘুরিয়ে যেভাবে আসতে পারে :
- বর্জ্য ব্যবস্থাপনা কী? বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা কর।
- বর্জ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? তিনটি কারণ দেখাও।
- বর্জ্য ব্যবস্থাপনা কেন গড়ে তোলা জরুরী? যুক্তি দেখাও।
- বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কারণ ব্যাখ্যা করো।
বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।
- বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো। [২০২৩, ২০২০]
- ভাগীরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? [২০২৩]
- বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। [২০২০]
- পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। [২০১৯, ২০২৪]
- বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোন তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। [২০১৯]
- গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কী কী? [২০১৮]
- বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? [২০১৮]
- জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো। [২০১৭, ২০২৪]
- বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলো কী কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন