অনুসারী শিল্প কাকে বলে? কোন একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাদের ‘অনুসারী শিল্প’ বা ‘ সহযোগী শিল্প ’ বা ‘ ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি ’ বলে। অনুসারী শিল্পগুলি কোন বৃহদায়তন মূল শিল্প উৎপাদিত শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠে। মূল শিল্পটিকে কেন্দ্রীয় শিল্প ও তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলি হল অনুসারী শিল্প। উদাহরণ : হলদিয়ার তৈল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানাবিধ অনুসারী শিল্প। যেমন, সার কারখানা (হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন), ফসফেট কারখানা, স্ব ওয়ালেস কোম্পানির উদ্যোগে কীটনাশক ওষুধের কারখানা, ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেডের অধীনে ব্যাটারি কারখানা, হিন্দুস্তান লিভারের অধীনে সাবান কারখানা, সালফিউরিক অ্যাসিড ও সোডা অ্যাশ উৎপাদনের কারখানা, সিমেন্ট তৈরীর কারখানা ইত্যাদি।
মাধ্যমিক ভূগোল পরীক্ষার আদর্শ প্রশ্নোত্তরের একমাত্র পোর্টাল