সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেন্সর বলতে কী বোঝো?

সেন্সর বলতে কী বোঝো?

What do you mean by sensor?, সেন্সর বলতে কী বোঝো?
 সেন্সর বলতে কী বোঝো?
পৃথিবী থেকে মহাকাশে যেসব  কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় তার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সর লাগানো থাকে।  এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তারই নাম উপগ্রহ চিত্র।  উপগ্রহ চিত্র তোলার প্রথম পর্যায়ে এই ক্যামেরাযুক্ত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়।

এই সেন্সর হল এমন একটি যন্ত্র যা উপগ্রহ থেকে ডিজিটাল পরিসংখ্যানের আকারে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করে। এই সেন্সরগুলি দু'রকমের হয় :
  1. সক্রিয় (Active) সেন্সর : যেসব সেন্সর কোন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর না করে সাধারণত রাডারের মাধ্যমে আলোক তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলন সংগ্রহ করে তাদেরকে সক্রিয় সংবেদন বা অ্যাকটিভ সেন্সর বলে। এইসব সেন্সর গুলির সাহায্যে রাতে তথ্য সংগ্রহ করা সম্ভব। 
  2. নিবৃত (Passive) সেন্সর : যেসব সেন্সর কোন বস্তু বা উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর করে থাকে তাকে নিবৃত সংবেদন বা প্যাসিভ সেন্সর বলে।  এই সেন্সর গুলি কেবল দিনের বেলা তথ্য সংগ্রহ করতে পারে।  যেমন, ফটোগ্রাফিক ক্যামেরা।

এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :

  1. সংবেদন কী? সংবেদন কয় প্রকার ও কী কী? সংবেদনের কাজ কী?
  2. সেন্সর কী? সেন্সর কী কাজে ব্যবহার করা হয়?
  3. সক্রিয় সেন্সর ও নিবৃত সেন্সর বলতে কী বোঝো?
  4. এ্যাক্টিভ সেন্সর ও প্যাসিভ সেন্সর কী? এই সেন্সর গুলির গুরুত্ব কী?

উপগ্রহ চিত্র বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। [২০২৩, ২০১৯, ২০১৮]
  2. সেন্সর বলতে কী বোঝো? [২০২০]
  3. জিওস্টেশনারি উপগ্রহ কী? [২০১৭]
  4. দূর সংবেদন কী? [২০১৭]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজি জোয়া...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...