সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।

 ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।

Write two uses of Topographical Maps, ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
 ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।

যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোন অঞ্চলের প্রাকৃতিক ( যেমন ভূমিরূপ, নদ নদী) ও সাংস্কৃতিক ( যেমন, জনবসতি পরিবহন) উপাদান গুলিকে নির্দিষ্ট রং এবং প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা ও সূচক সংখ্যা সহ উপস্থাপিত করা হয় সেই মানচিত্রের নাম ভূবৈচিত্রসূচক মানচিত্র। 

ভূবৈচিত্রসূচক মানচিত্র বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন -

  1. বিভিন্ন প্রাকৃতিক বিষয়, যেমন -- ভূমিরূপ, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ( যেমন--  সড়ক পথ রেলপথ বসতি) সম্বন্ধে জানতে ব্যবহৃত হয়।
  2. প্রতিরক্ষা বা সামরিক প্রয়োজনে এই মানচিত্র বেশি ব্যবহৃত হয়।
-------xx-------

এই প্রশ্নটি  অন্য যেভাবে আসতে পারে :

  1. ভূবৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? এর দুটো ব্যবহার লেখ।
  2. টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী?এই মানচিত্র কি কাজে ব্যবহার করা হয়?
  3. টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে কী বোঝো?এর গুরুত্ব লেখো।

ভূবৈচিত্রসূচক মানচিত্র বিষয়ক আরো কিছু প্রশ্ন :

  1. মিলিয়ন শিট বলতে কী বোঝো?
  2. ভূবৈচিত্রসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। [২০১৮, ২০২০]
  3. দূর সংবেদন কী? [২০২৪]
  4. দূর সংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
  5. ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? [২০১৮]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর  বিভাগ ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -          ক )  ভূমিকম্প           খ) অগ্নুৎপাত            গ) পাত সঞ্চালন      ঘ) আবহবিকার ১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -          ক )  বার্গস্রুন্ড           খ ) ক্রেভাস          গ )  অ্যারেট              ঘ ) সার্ক  ১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -          ক ) স্ট্রাটোস্ফিয়ার      খ ) মেসোস্ফিয়ার        ...

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...